চট্টগ্রাম – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Sat, 27 Jan 2024 06:42:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 টিএসপি কমপ্লেক্স লি: এর বিপণন কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীরের ১ম মৃত্যুবার্ষিকী https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809#respond Sat, 27 Jan 2024 06:42:21 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3809 ফরজুন আক্তার মনি :- বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রাণাধীন টিএসপি কমপ্লেক্স লিমিটেড এর সাবেক বিপণন কর্মকর্তা কাজী মুহাম্মাদ জাহাঙ্গীরের ১ম মৃত্যুবার্ষিকী।

২০২৩ সালের ২৭ জানুয়ারী এই ‍দিনে রাত প্রায় ৮টায় তিনি স্ত্রী, ১পুত্র ও ১ কন্যা এবং আত্নীয়স্বজন,গুণগ্রাহী রেখে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এবং নগরীর চেরাগী পাহাড়ের সন্নিকটে কদম মোবারক মসজিদ সংলগ্ন কবরস্থানে মায়ের পাশেই দাফন করা হয়।

এই সহজ ও সরল ব্যক্তিত্বের অধিকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার অন্তর্গত উত্তর মাদার্শা গ্রামের সম্ভ্রান্ত “কাজী পরিবার” এ জন্মগ্রহণ করেন।

তিনি দেশের প্রথিতযশা আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের বড় পুত্র।

এছাড়া বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয়তাবাদী সামাজিক -সাংস্কৃতিক সংস্থার সাবেক সভাপতি
এবং ঝটিকা ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আকবর তাঁর ভাই।

লেখক, কবি ও অনুবাদক রাজা রাকিব তথা কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান হচ্ছেন তাঁর একমাত্র পুত্র।

প্রয়াত জাহাঙ্গীরের জন্য পরিবারের পক্ষ থেকে তার আবাসিক নিবাস দেওয়ানবাজার এর ACE Pran ভবনে ইছালে সাওয়াবের জন্য দু’আ অনুষ্ঠান এবং মিসকিনদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচী আহ্বান করা হয়েছে।

ওনার স্ত্রী মিসেস নুর নাহার বেগম সবাইকে উক্ত দু’আ অনুষ্ঠানে শরীক হতে আমন্ত্রণ জানিয়েছেন ।।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3809/feed 0
ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767#respond Thu, 11 Jan 2024 03:30:03 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3767 তামান্না জান্নাত,কক্সবাজারঃকক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবদু সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুর সাত্তার।স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে ক্লান্ত হয়ে হয়তো অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।নিহত কৃষক চার সন্তানের জনক।স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহের খন্ডিত অংশটুকু নিয়ে যায়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে, থানা পুলিশকে এখনো কিছু অবগত করেনি। পরিবারের পক্ষে মামলা, অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
এদিকে ৭ জানুয়ারী রামুতে ট্রেন কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হলো। একটি গরুরও মৃত্যু হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767/feed 0
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক https://dailyalokithbangladeshnewstv.com/archives/2662 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2662#respond Thu, 14 Apr 2022 15:48:23 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2662 স্টাফ রিপোর্টার।।

টেকনাফের হোয়াইক্যং ইউপিস্থ উনছিপ্রাং নামক স্থানে, অস্থায়ী ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এই নির্মম ঘটনটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের স্ত্রী সাজিদা বেগমকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, (১৬ এপিবিএন’র) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, শুক্রবার বিকালে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মো. সৈয়দুর রহমান (৩২)কে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এহেন পরিস্থিতিতে আশপাশের প্রতিবেশীরা তাৎক্ষণিক ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রেক্ষিতে এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি লম্বা দা ও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নারীকে স্বামী হত্যার দায়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2662/feed 0
ঈদগাঁও খাল ভরাট করে অবৈধ স্থাপনা, অপরাধীদের বাঁচাতে দৌড় ঝাপ শুরু! https://dailyalokithbangladeshnewstv.com/archives/2490 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2490#respond Fri, 25 Mar 2022 11:38:02 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2490  

মোঃ ওসমান গণি ইলি,কক্সবাজার থেকে।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ঈদগাঁ খাল ৭০% ভরাট করে গড়ে তুলছে দোকানপাটসহ বহু স্থাপনা।
পানি নিষ্কাশন এর প্রধান খালটি দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হবে বাজারে দুই হাজারের অধিক ব্যবসায়ী ও এলাকাবাসীদের। উজান টিয়া খালটি বান্দরবান আলীকম পাহাড় থেকে শুরু হয়ে ঈদগড়, ঈদগাঁও, জালালবাদ,পোকখালী দিয়ে সংযোগ হয়েছে মহেশখালী নদীতে।

স্থানীয় সচেতন মহল বলেন আশঙ্কাজনক ভাবে বর্তমান সময়ে দখলদার বেড়ছে। খালের দুই কুলে দখল করে দোকানপাট স্থাপনা করছে। অপরাধীদের রক্ষা করতে দৌড়ঝাপ শুরু হয়েছে। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আসল অপরাধীদের বাঁচতে নিহর ব্যাক্তি কাওছার উদ্দিন বিরুদ্ধে নিউজ করেছেন দখলদার চক্রটি । তারা আরো বলেন এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে খালটি দখল মুক্ত করে সঠিক তদন্তদের মাধ্যমে দখলদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শিক্ষক জাহাঙ্গীর আলম বাঙালী বলেন ১০ হাজার কৃষক এখালের উপর নির্ভরশীল। এখানকার পানি দিয়ে তারা চাষাবাদ করেন। তিনি বলেন বর্তমান সময়ে দখলদারদের উৎপাত বাড়ছে। তাদেরকে দমন করা না হলে খালের দুই পাশে দখল হয়ে যাবে বলে মনে করেন।

শিক্ষক ও বাজার পরিচালনা পরিষদ কমিটির সদস্য তারেক হাসান বলেন এই বিষয় নিয়ে কক্সবাজার সদর উপজেলার ইউএনও মিল্টন রায় মহোদয় বারবারে লিখত অভিযোগ করেছেন। কায়েস সিকদার কি করে কাওছার হবে? যারা খাল দখল করে দোকান ও স্থাপনা করছে এগুলো গুড়িয়ে দিয়ে খালটি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

ঈদগাঁও ভূমি অফিসে দায়িত্বরত কর্মকর্তা বলেন, এসিল্যান্ড অফিস থেকে সার্বিয়ার এসে জমি মাপার পর জনতে পারবো দোকান গুলো খাস খতিয়ান না তাদের বিএস খতিয়ান ভুক্ত। কক্সবাজার ভূমি অফিসের সহকারী অফিসার জিল্লুর রহমান বলেন, আমি নতুন আসচ্ছি এই বিষয়ে কিছু জানিনা খবর নিয়ে দেখি দেখছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর ইউএনও মিল্টন রায় বলেন এই বিষয়ে সহকারী কমিশনার জিল্লুর রহমান কে নোটিশ দেয়ি কাজ বন্ধ ও সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন সংশ্লিষ্ট কর্মকর্তার স্থানীয়দের সাথে আলোচনা করে খালটি দখলমুক্ত করে দক্ষিণ অঞ্চলের বৃহত্তর ঈদগাঁ বাজারের পানিসহ উজান থেকে নেমে আসা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2490/feed 0
কক্সবাজার দরিয়া নগর পয়েন্ট ভেসে এসেছে কঙ্কাল https://dailyalokithbangladeshnewstv.com/archives/2484 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2484#respond Thu, 24 Mar 2022 14:43:36 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2484  

মোঃ ওসমান গণি, কক্সবাজার থেকে।।  কক্সবাজার
কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মানুষের কঙ্কাল।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে দরিয়া নগর পয়েন্ট কঙ্কালটি আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়।

 

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন মজুমদার জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে অবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল।

তবে এই কঙ্কাল কোথা থেকে এসেছে, কিভাবে তার মৃত্যু হয়েছিল তা এখনও জানা যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2484/feed 0
পোকখালীতে নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456#respond Mon, 21 Mar 2022 12:57:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2456 মোঃ ওসমান গনি, কক্সবাজার থেকে।।

কক্সবাজার ঈদগাঁও উপজেলা ইসলামপুর – চৌফলদন্ডী সড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে নিরাপদ সড়কের দাবীতে ২১শে মার্চ সোমবার সকাল ১০ টায় পোকখালী মুসলিম বাজার চৌফলদন্ডী ও আবুল ফজল পাড়া সংলগ্ন তিনরাস্তার মোড়ে মানববন্ধন করেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন ও পোকখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার উদ্দিন বাবুল ও মক্কা বঙ্গবন্ধু পরিষদ ফাউন্ডেশনের সভাপতি হাবিবউল্লাহ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ এম রেজাউল করিম টিপু, আবুল ফজল পাড়া জুমা মসজিদ কমিটির সভাপতি রশিদ আহমদ। মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন পোকখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন কাদের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মোঃ ওসমান গণি (ইলি)।

এসময় বক্তরা বলেন, প্রতিনিয়ত লবণ বোঝায় ট্রাক যাতায়তের ফলে সড়কে লবনের পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়াতে দূর্ঘটনার ঘটছে। ব্যবসায়ীরা যদি একটু সচেতন হয়ে প্রয়োজনে লবণের পানি না পড়ে ট্রাকে পলিথিন ব্যবহার করা। চালকের বেপরোয়া যান চলাচলের কারনে সড়কে দুর্ঘটনা ঘটে। লবণ বোঝায় করে দ্রুত যান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটায়। শুধু দুর্ঘটনা নয়, তারা এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়,পোকখালী মাদ্রাসা, ইছাখালী মাদ্রাসা,আইডিয়াল কেজি স্কুল,পাবলিক স্কুল,মধ্যম পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়,হাফেজ খানা, নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ার পরিবেশ নষ্ট করে চলেছে। সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত অভিবাবক। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি, রাহামতুল্লাহ,সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, মসজিদ কমিটির সহ সভাপতি মোক্তার আহমেদ,আব্দুল আলিমসহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। সার্বিক সহযোগিতায় মানব কল্যাণ দুই টাকার ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক ওবায়দুল কাদের ইমন, অর্থ সম্পাদক সাঈদি, মারওয়ান ঈমন, রিদুয়ান, কলিম উল্লাহ,রাশেল,গফুর,মিজানসহ সকল স্হানীয় এলাকাবাসী।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2456/feed 0
হাসপাতালে বিয়ের পর না ফেরার দেশে সেই ফাহমিদা https://dailyalokithbangladeshnewstv.com/archives/2450 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2450#respond Mon, 21 Mar 2022 11:34:22 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2450 স্টাফ রিপোর্টারঃ

হাসপাতালের কেবিনেই মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হওয়া ক্যানসার আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। (ইন্না ইলাইহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, গত ৯ মার্চ চট্টগ্রাম নগরের মেডিকেল সেন্টারে মৃত্যুপথযাত্রী ফাহমিদাকে বেনারসি পরিয়ে, বউ সাজিয়ে এক টাকা কাবিনে বিয়ে করেন মাহমুদুল হাসান। চকরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। ফাহমিদা কামাল ব্যবসায়ী কামাল উদ্দিন ও শিউলি আক্তারের মেজ সন্তান। ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ-এমবিএ শেষ করেছেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2450/feed 0
সন্তানকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলা, বাবা আটক https://dailyalokithbangladeshnewstv.com/archives/2131 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2131#respond Wed, 09 Feb 2022 12:51:14 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2131 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

ফেনীর সোনাগাজীতে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে রাজবাড়ি জেলার সদর থানার ডি সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়। সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ২৭ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলায় অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে স্ত্রীর অগোচরে ধর্ষণ করেন।

পরবর্তীতে কন্যা শিশুটির মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় লিখিত একটি অভিযোগ করেন। ঘটনার পর পালিয়ে যায় পিতা। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে রাজবাড়ি থেকে অভিযুক্ত পিতাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত সন্ত্রাসী ও জলদস্যু। দুপুরে অভিযুক্তকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2131/feed 0
মেজর সিনহা হত্যার বিচারের রায় https://dailyalokithbangladeshnewstv.com/archives/2021 https://dailyalokithbangladeshnewstv.com/archives/2021#respond Mon, 31 Jan 2022 11:21:41 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=2021 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এ মামলার বাকি ১৩ আসামির মধ্যে ৬ জনকে যাবজ্জীবন এবং ৭ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার ৩১ জানুয়ারী বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় এজলাসে ওসি প্রদীপসহ ১৫ আসামি আসামি উপস্থিত ছিলেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/2021/feed 0
রোহিঙ্গা ক্যাম্পের ১২০০ ঘর পুড়ে ছাই, ৩০ হাজার মানুষ গৃহহীন https://dailyalokithbangladeshnewstv.com/archives/1853 https://dailyalokithbangladeshnewstv.com/archives/1853#respond Sun, 09 Jan 2022 17:23:51 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=1853 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে ১২০০টি ঘর পুড়ে গেছে। রোববার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ক্যাম্পের প্রায় ১২০০ ঘর পুড়ে যায়। এতে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন ক্যাম্পে আগুন লাগার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়াও কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ, চলতি বছর (২০২২) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে গত ২ জানুয়ারি (রোববার) উখিয়ার ২০ নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। সে ঘটনায় হতাহত না হলেও পুড়ে যায় হাসপাতালটির ৭০ শয্যা।

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় দশ হাজারের বেশি ঘর পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই লক্ষাধিক রোহিঙ্গা এবং ১১ জনের প্রাণহানি ঘটে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/1853/feed 0