দুর্ঘটনায় মৃত্যু – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Mon, 19 May 2025 14:06:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 বাহুবলে দুই বাসের সং ঘ র্ষে নিহত ৩, আহত ২০ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4252 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4252#respond Mon, 19 May 2025 14:06:42 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4252  

বাহুবল প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলার চারগাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হাসান জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাও এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা অপর আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও এক জনের মৃত্যু হয়।

নিহত অপর দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এর আগে দুপুরে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষ বাধে। আশংঙ্কাজনক অবস্থায় ট্টাক চালক সোহেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4252/feed 0
ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767#respond Thu, 11 Jan 2024 03:30:03 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3767 তামান্না জান্নাত,কক্সবাজারঃকক্সবাজারের ঈদগাঁওর ইসলামপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে আব্দুস সাত্তার (৩৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (১০ জানুয়ারি) উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী ছৈয়দ নুর মৌলভীর বাড়ি সংলগ্ন তেতুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন সৈয়দ আনছার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আবদু সাত্তার ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
তিনি আরো জানান, মঙ্গলবার রাতে ঘটনাস্থল সংলগ্ন তার ধান ক্ষেতে পানি সেচ দিতে ঘর থেকে বের হয়েছিল আব্দুর সাত্তার।স্থানীয়রা ধারণা করছেন, রাতভর পানি সেচ দিয়ে ভোররাতে ক্লান্ত হয়ে হয়তো অসতর্কতা বশত পাশের রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পৌঁছার পূর্বে এক বগির রিহার্সাল ট্রেনে কাটা পড়ে সাত্তারের মৃত্যু হয়।নিহত কৃষক চার সন্তানের জনক।স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানান, পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহের খন্ডিত অংশটুকু নিয়ে যায়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, রেলওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে, থানা পুলিশকে এখনো কিছু অবগত করেনি। পরিবারের পক্ষে মামলা, অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।
এদিকে ৭ জানুয়ারী রামুতে ট্রেন কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। কক্সবাজারে রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হলো। একটি গরুরও মৃত্যু হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3767/feed 0
হবিগঞ্জের চুনারুঘাটে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩ https://dailyalokithbangladeshnewstv.com/archives/3716 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3716#respond Thu, 14 Dec 2023 09:25:50 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3716 নিজস্ব প্রতিবেদক :- হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ওসি বদলী হয়ে যাওয়ায় তার ফোন কেউ ধরেননি। তবে এসআই আলাউল হক জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইকচালক তামীম এবং দুই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে থানা পুলিশ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3716/feed 0
সাংবাদিক হত্যায় জড়িত বাবু সাময়িক বরখাস্ত: সাংবাদিকদের প্রাথমিক বিজয় https://dailyalokithbangladeshnewstv.com/archives/3402 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3402#respond Mon, 19 Jun 2023 14:08:41 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3402 ফরজুন আক্তার মনিঃ-

ঢাকা,সোমবার,১৯ জুন,২০২৩: জামালপুর জেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সোমবার বিকেলে সাময়িক বরখাস্ত করেছে। উক্ত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।

উল্রেখ্য,আজ ১৯ জুন সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মন্ত্রী তাজুল ইসলাম বরাবরে চেয়ারম্যান মাহমুদুুল আলম বাবৃকে অপসারণের জন্য স্মারকলিপি পাঠানো হয়। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ সোমবার বিকেলে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।

এদিকে হত্যাকান্ডে জড়িত ইউপি চেয়ারম্যান বাবুকে বরখাস্ত করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, চেয়ারম্যান বাবুর বহিষ্কার আদেশ সাংবাদিকদের প্রাথমিক বিজয়; দ্বিতীয় বিজয় হচ্ছে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সাথে সকল আসামীকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো। নাদিম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3402/feed 0
নবীগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://dailyalokithbangladeshnewstv.com/archives/3323 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3323#respond Wed, 10 May 2023 14:09:37 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3323  

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে ৪ জন। বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের প্রয়াত আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০) ও চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিএনজি চালক আব্দাল মিয়া (৪৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলী বাজার এলাকায় প্রাইভেটকারটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ সাতজন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে মানিক মিয়াকে সিলেট ও সোহেল মিয়াকে নবীগঞ্জে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল হোসেন তালুকদার
নবীগঞ্জ প্রতিনিধি
মোবাঃ০১৭৮৮৪৮০৪৬২

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3323/feed 0
হবিগঞ্জ জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু https://dailyalokithbangladeshnewstv.com/archives/3221 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3221#respond Tue, 20 Sep 2022 14:00:35 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3221  

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা কারাগারে শাহরুখ মিয়া (৫১) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। সে লাখাই উপজেলার সিংহ গ্রামের মৃত খতিব হোসেনের ছেলে। গতকাল সোমবার রাত ৯ টায় তার মৃত্যু হয়।

কারাগার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শাহরুখ মিয়া হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখালস্থ জেলা কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে কারা বরন করে আসছিল। তার কয়েদি নং-৫২৭২। গতকাল রাতে সে অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে প্রথমে কারাগার হাসপাতালে যান। এ সময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হবিগঞ্জ কারাগারের জেলার মোঃ জয়নাল আবেদীন ভূঞা বলেন, ‘মাদক মামলার আসামী হয়ে শাহরুখ কারা বরন করছিল। হঠাৎ সে স্টোকে আক্রান্ত হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3221/feed 0
র‌্যাব-৯ এর অভিযানে এসএমপি, সিলেটের শাহপরান থানার চাঞ্চল্যকর ও আলোচিত ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও আসামি ১ গ্রেফতার। https://dailyalokithbangladeshnewstv.com/archives/3148 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3148#respond Fri, 26 Aug 2022 04:18:08 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3148 ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)র‍্যাব -৯এর অফিসিয়াল পেইজ থেকে জানা যায়,

গত ২৩ আগষ্ট ২০২২ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক ২;৩০ ঘটিকার সময় সিলেট শহরের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার ফোকাস ৩৬৪ নম্বর পাঁচ তলা বাসা সিকান্দর মহলের নিচ তলার একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে আফিয়া বেগম সামিহা (৩১) এর রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় ২৪ আগস্ট ২০২২ তারিখে ভিকটিমের মা অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীরা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব-৯ গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে মোছাঃ মাজেদা খাতুন@ মুন্নি(২৯) হত্যাকান্ডে জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ এর একাধিক আভিযানিক দল উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান অভিযুক্ত মোছাঃ মাজেদা খাতুন মুন্নি (২৯) পিতাঃ আব্দুল গনি, গ্রামঃ সারংপুর থানাঃ বানিয়াচং, জেলাঃ হবিগঞ্জ কে অদ্য ২৫ আগস্ট ২০২২ তারিখ ০৫ঃ১০ ঘটিকায় বানিয়াচং থানা এলাকা হবিগঞ্জ থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীর সাথে ভিকটিমের সাথে টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ ছিল। আসামী মাজেদা ভিকটিম আফিয়ার বাসায় সাবলেট থাকতো কিন্তু মাজেদা মাসে ৫-৭ দিন ভিকটিমের বাসায় অবস্থান করতো। আসামী মাজেদা ভিকটিম আফিয়ার নিকট বিভিন্ন সময় টাকা পয়সা গচ্ছিত রাখতো। মাজেদার পাওনা টাকা ভিকটিম আফিয়া দিতে অস্বীকার করে। ফলে আসামী মাজেদা ও ভিকটিম আফিয়া বেগম@ সামিহা কে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন ২০ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় ভিকটিম এবং আসামী মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। ২১ আগস্ট ২০২২ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২০০ ঘটিকায় অকস্মাৎ মাজেদা বেগম রান্নাঘর থেকে শীল (পাটার শীল) নিয়ে ভিকটিমের মাথার বাম পাশে পরপর ২ টি সজোরে আঘাত করে। আঘাতের ফলে তৎক্ষনাত ভিকটিম বিছানায় লুটিয়ে পড়ে। পরে ভোর আনুমানিক ০৬ঃ০০ ঘটিকায় সে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে মাজেদার মালামাল ও ভিকটিমের মোবাইল ফোন নিয়ে হবিগঞ্জ বানিয়াচং থানায় তার নিজ বাড়ীতে পালিয়ে যায়। উক্ত ঘটনায় আশ্চর্যজনক ভাবে বাসায় আটকা পড়া অবস্থায় থাকা ভিকটিমের প্রায় ২ বছর বয়সী মেয়ে বেঁচে যায়।

গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3148/feed 0
২৪ ঘণ্টায় ১১ ট্রলারডুবি, নিখোঁজ ৩৪ জেলে https://dailyalokithbangladeshnewstv.com/archives/3126 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3126#respond Sat, 20 Aug 2022 12:52:38 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3126 নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।।

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে গত ২৪ ঘণ্টায় ১১টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে থাকা শতাধিক জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। নিখোঁজ জেলেদের ফিরে পেতে আহাজারি স্বজনদের। এদিকে বৈরী আবহাওয়ার কারণে হাজার হাজার মাছ ধরার ট্রলার কিনারে এসে আশ্রয় নিয়েছে।

কেউ সন্তানের জন্য, কেউ ভাই অথবা স্বামীর খোঁজ না পেয়ে এখন পাগলপ্রায়। থামছে না তাদের আহাজারি। প্রিয়জনদের খুঁজতে মৎস্য ঘাটে ঘাটে ঘুরছেন স্বজনরা।

বঙ্গোপসাগরে একের পর এক ডুবছে মাছ শিকারি ট্রলার। আর বেড়েই চলেছে জেলে নিখোঁজের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৩৪ জেলে। এসব জেলেকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের দাবি স্বজন ও সহকর্মীদের।

শুক্রবার (১৯ আগস্ট) ভোর থেকে হঠাৎ করেই শুরু হয় ঝড়ো হাওয়া। উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। সাগরে জাল ফেলে টিকে থাকতে পারছিলেন না জেলেরা। তাই জাল উঠিয়ে কিনারের দিকে আসার পথেই ঢেউয়ের তোড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে ডুবে যায় ১১টি ট্রলার।

জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হন ৩৪ জেলে। উদ্ধার জেলেরা কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, ডুবে যাওয়া ট্রলারগুলো ছাড়াও বেশ কিছু ট্রলার নিখোঁজ রয়েছে। যেগুলোর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে উদ্ধার জাহাজ দিয়ে অভিযান চালানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

তবে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার মোরশেদ জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3126/feed 0
মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না’, তবে থেমে গেল কলেজশিক্ষিকার জীবন https://dailyalokithbangladeshnewstv.com/archives/3093 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3093#respond Sun, 14 Aug 2022 12:24:45 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3093 নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

ভালোবাসা তো স্থান-কাল-পাত্র বিবেচনা করেও হয় না সবসময়। ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। সমাজের চোখে যা অসংগতিপূর্ণ, প্রেমের ক্ষেত্রে তা খুব সহজেই আশকারা পায়। তারই বাস্তব উদাহরণ ছিলেন মামুন (২২) ও মোছা. খাইরুন নাহার (৪০) দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছয় মাস প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই যুগল।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার ভালোবেসে বিয়ে করেছিলেন একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুনকে।

গত বছরের ১২ ডিসেম্বর কাজী অফিসে গিয়ে মামুনকে বিয়ে করেন তারা। গত জুলাই মাসে ঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

সে সময় মামুন গণমাধ্যমকে বলেছিলেন, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল, সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি।

কিন্তু বিয়ের মাত্র আট মাস না যেতেই রোববার (১৪ আগস্ট) ভোরে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলার ফ্ল্যাট থেকে খায়রুন নাহারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মামুন ও খায়রুন নাহার দম্পতি ওই বাসায় ভাড়া থাকতেন।

প্রতিবেশীরা জানান, রাত তিনটার দিকে মামুন প্রতিবেশীদের বাসায় গিয়ে দাবি করেন, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা তার ঘরে গিয়ে দেখতে পান খায়রুন নাহরের নিথর দেহ ঘরের মেঝেতে শোয়ানো। এতে সন্দেহ হলে মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে হেফাজতে নেওয়া হয়েছে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3093/feed 0
নবীগঞ্জে কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কা, নিহত এক https://dailyalokithbangladeshnewstv.com/archives/3045 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3045#respond Mon, 25 Jul 2022 15:21:56 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3045  

নবীগঞ্জ প্রতিনিধি।। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন।

সোমবার (২৫ জুলাই) সকালে নবীগঞ্জ উপজেলার বডচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানার পুলিশ। মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৪৩৯৯) সিলেটগামী কাভার্ড ভ্যানটিকে (ঢাকা মেট্রো ট২০-৮৮০৭) পেছন থেকে ধাক্কা দেয়। গাড়ি দুটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার পুলিশের ওসি পরিমল দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3045/feed 0