বিনোদন – dailyalokithbangladeshnewstv https://dailyalokithbangladeshnewstv.com অন্ধকার দূরীকরণে প্রতিদিন Sat, 08 Mar 2025 07:52:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.2 কবি ও সাংবাদিক শেলীর জন্মদিনে এতিম শিশুদের পাশে গেলেন সাংবাদিক মনি https://dailyalokithbangladeshnewstv.com/archives/4214 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4214#respond Sat, 08 Mar 2025 07:52:48 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4214 স্টাফ রিপোর্টার:- আজ কবি সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের সাবেক সিনিয়র কর্মকর্তা মরিয়ম শেলীর আজ শুভ জন্মদিন।দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি গত বছরের ন্যায় ৮ মার্চ এতিম শিশুদের কে গরমের সময় ব্যবহার যোগ্য জামা বিতরণ করেছেন।মনি তার প্রিয় ব্যক্তি মরিয়ম শেলী কে তার জীবনের শ্রেষ্ঠ গুরু হিসেবে মনে প্রাণে ধারণ করেছেন।ইদানীং সে শারীরিকভাবে একটু অসুস্থ হলেও তার প্রিয় মানুষকে স্মরণ করতে ভুলে যাননি।মনি জানান,তিনি আমার জীবনের শ্রেষ্ঠ গুরু,আমি বেঁচে থাকার একটি অংশ এবং ইতিহাস।আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে তাঁর প্রতি আমার সম্মান শ্রদ্ধা অটুট থাকবে এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি।তার কৃতিত্ব আমার জীবনে রাস্তায় থালা পেতে নেওয়া ভিক্ষুকদের মতো ওয়ান টাইম নয়,তা জীবনে অমর এক স্মৃতি।তাকে আমার প্রতিটি নিশ্বাসে ধারণ করে রেখেছি।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4214/feed 0
হবিগঞ্জে জাতীয় পরিচয়পত্র বঞ্চনার প্রতিবাদে পর্দানশীন নারীদের সমাবেশ https://dailyalokithbangladeshnewstv.com/archives/4203 https://dailyalokithbangladeshnewstv.com/archives/4203#respond Thu, 30 Jan 2025 12:57:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=4203 হবিগঞ্জ প্রতিনিধি
পর্দানশীন নারীদের মুখচ্ছবি না তোলার অজুহাতে জাতীয় পরিচয়পত্র (NID) না দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ করেছে ‘পর্দানশীন নারী অধিকার পরিষদ’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- সংবিধান অনুযায়ী ধর্মীয় অনুশাসন পালনের অধিকার থাকলেও, শুধুমাত্র পর্দা মেনে চলার কারণে বহু নারী এনআইডি ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জমিজমার অধিকার, চিকিৎসা, শিক্ষা, চাকরি, ব্যাংকিংসহ মৌলিক সেবা নিতে পারছেন না।
তারা দাবি জানান- এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক না রেখে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের ব্যবস্থা করা হোক। পাশাপাশি, পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় মহিলা অফিস সহকারী নিয়োগ বাধ্যতামূলক করার আহ্বান জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সমাধান না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/4203/feed 0
মিথ্যে চুমুর অপবাদ কারী নিপুণ সেই পীরজাদা পাশে https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971#respond Wed, 03 Apr 2024 16:00:46 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3971 ফরজুন আক্তার মনি :এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমকের কথা আগে থেকেই বলে আসছিলেন নিপুণ। প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে। কিন্তু দ্বিতীয় চমক যে পীরজাদা শহীদুল হারুন হবেন এটা অন্তত প্রায় সবারই অজানা ছিল। কারণ, চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে থাপড়াতে চেয়েছিলেন নিপুণ। অন্যদিকে নিপুণকে চরিত্রহীনসহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পীরজাদা শহীদুল হারুন। সেই সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুজন দুজনের মুখ দেখারই কথা না। কিন্তু হলো ভিন্ন।

শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদে সভাপতি প্রার্থী মাহমুদ কলির নেতৃত্বে মঙ্গলবার বিকালে এফডিসিতে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন তারা। পীরজাদা শহীদুল হারুন ও নিপুণ আক্তারকে একসঙ্গে একই প্যানেল দেখে খানিকটা চমকে গেছেন অনেকেই। তবে তিনি কোনো পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি।

পীরজাদা শহীদুল হারুন বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভেদ নেই। আমরা সবাই এক। দুই বছর আগে যে নির্বাচন হয়েছিল, সেখানে আমি আম্পায়ার ছিলাম। এবার আমি খেলোয়াড়।

গত মেয়াদে নিপুণের সঙ্গে ঝগড়াঝাঁটির বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিপুণ বড় অভিযোগ করেছিল, এটা ঠিক। কিন্তু সে ওটা নিজের কানে শোনেনি। যারা নিপুণকে ভুল বুঝিয়েছিল সে তাদের কথা প্রকাশ্যেই বলবে। আমি চাই শিল্পীদের এক করতে। সে লক্ষ্য নিয়েই আমি এসেছি।

এ সময় নিপুণ বলেন, আগেই বলেছিলাম আমাদের প্যানেলে বড় বড় কিছু চমক থাকবে। হারুন ভাই তার মধ্যে একটি। তৃতীয় পক্ষের কারণে আমাদের একটা ঝামেলা হয়েছিল। সেটা এখন আর নেই। দিনশেষে আমরা সবাই শিল্পী, সবাই একসঙ্গে কাজ করতে চাই।

প্রসঙ্গত, গত ২০২২-২৩ মেয়াদে পরাজয়ের পর জাতীয় প্রেসক্লাবে পীরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। সেই সময় নিপুণ বলেছিলেন— নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। হারুনের ওই কথার জন্য তাকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনো দিন নেওয়া উচিত নয়।

অপরদিকে তার অভিযোগ মিথ্যে বলে হারুন বলেছিলেন, ‘নিপুণ একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রেও প্রবলেম আছে। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3971/feed 0
সাংবাদিক মণি’র জন্মদিনের আয়োজনে এবার ডাঃ জসিম দম্পতি https://dailyalokithbangladeshnewstv.com/archives/3760 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3760#respond Mon, 01 Jan 2024 14:17:10 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3760 নাজনীন নাবিলা (ঢাকা) :- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউপির কায়স্থ গ্রামের সাংবাদিক ফরজুন আক্তার মণি’র জন্মদিন প্রতি বছর ১ জানুয়ারিতে তার শুভাকাঙ্ক্ষী গণ নানা আয়োজনে আনন্দ ফুর্তির মধ্য দিয়ে পালন করে থাকেন।বেশির ভাগ সময়ই মণি এমন অনুষ্ঠানে না গেলেও তার অনুপস্থিতিতে তারা পালন করে থাকেন। এবার ডাঃ জসিমউদদীন দম্পতি তার জন্মদিনের যাবতীয় খরচ এবং কিছু গিফট জাপান থেকে পাঠিয়ে দিয়েছেন।ডাঃ জসিমউদদীন দম্পতি জাপানের একটি হসপিটালে কর্মরত এবং তারা বাংলাদেশী ডাক্তার।সাংবাদিক মণি তাদেরকে খুশি করার জন্য ৫টি গিফট গ্রহণ করেন,বাকীটা তার শুভাকাঙ্ক্ষী দের কাছেই রয়েছে।এ বছর তার শুভাকাঙ্ক্ষীরা জন্মদিন পালন কালে তাদের চোখে জল দেখা যায়।প্রতিবছরের ন্যায় নানা আয়োজনে জন্মদিন পালন হলেও শুভাকাঙ্ক্ষী দের চোখে মুখে কোন আনন্দ ছিল না।ভিন্ন সুত্রে জানা যায় সে শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় তাদের মন ছিল বিষন্ন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3760/feed 0
নবীগঞ্জে মহান বিজয় দিবস পালিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3725 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3725#respond Sat, 16 Dec 2023 11:40:49 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3725 ফরজুন আক্তার মনি, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় মাট প্রাঙ্গণে নানা আয়োজনে আনন্দ পূর্তি ও বিজয় র‍্যালীর মধ্য দিয়ে দিন ব্যাপি মহান বিজয় উদযাপিত হয়েছে।ভোরে জাতির সূর্য সন্তান ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ নির্যাতিত মা বোনদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,রাজনৈতিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।বাঙালির ইতিহাসে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস একটি স্মরণীয় দিন।দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলেও এই ভুখণ্ডের বাঙালির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার আসেনি।বাঙালির অবিসংবাদিত নেতা, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালে উপনীত হয়।দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই বিজয় অর্জনে মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের।মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়।১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে’ খ্যাত কালজয়ী ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে চূড়ান্তভাবে উদ্বুদ্ধ করে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভূত ঘটনা প্রবাহের মধ্য স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি।যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে ততদিন এই দিনটির গুরুত্ব ও সম্মান অক্ষুণ্ন থাকবে।বাঙালি জাতির ইতিহাস লড়াই-সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস।১৬ ডিসেম্বর ১৯৭১ এ বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের পতাকার বাংলাদেশ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3725/feed 0
হবিগঞ্জে মুক্ত দিবস উদযাপিত https://dailyalokithbangladeshnewstv.com/archives/3698 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3698#respond Thu, 07 Dec 2023 00:38:51 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3698 ফরজুন আক্তার মনি,বুধবার (৬ ডিসেম্বর) হবিগঞ্জ মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত নিমতলায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়।র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হবিগঞ্জ দেবী চন্দ।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3698/feed 0
বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং কমিটির সন্মেলন সম্পন্ন। https://dailyalokithbangladeshnewstv.com/archives/3686 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3686#respond Sat, 25 Nov 2023 12:34:13 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3686  

সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, সম্পাদক নুরফল মিয়া ও সাংগঠনিক সামছুল আলম লস্কর।

ষ্টাফরিপোর্টার।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও রেজিষ্ট্রেশন প্রাপ্ত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা শাখার সন্মেলন সাজ সাজ রবে, ঝাঁকজমক পূর্ণ ভাবে উদযাপন করা হয়েছে। সন্মেলন স্হল যেন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৩ নবেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন বাংলাদেশ প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে এ সন্মেলন অনুষ্টিত হয়।
বানিয়াচং উপজেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য জনাব ইমরান মিয়া, উদ্বোধক ও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব আব্দুল কাদির কাজল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মঞ্জিল মিয়া,সাংবাদিক ফরজুন আক্তার মনি,আব্দুল হান্নান, ফকির হেলাল,

নুরুল আমিন খান, মোসাহিদ জমাদার, সামছুল আলম লস্কর, খন্দকার এখলাছ উদ্দিন, সাংবাদিক আবু হানিফ বিন সাঈদ, কোরআন তেলাওয়াত ও বক্তব্য রাখেন মোজাক্কির হোসেন, মোহন চৌধুরী, মৌলাদ হোসেন, এমদাদুল হক, জানু আক্তার সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরফল মিয়া ও নওশাদ ইসলাম অনিক। সন্মেলনে ব্যাপক আলোচনা সভা শেষে সিনিয়র সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টনকে সভাপতি, মোঃ নুরফল মিয়া সাধারণ সম্পাদক ও সামছুল আলম লস্কর কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটি ২ বছরের জন্য অনুমোদন দিয়ে উপস্থিত সকলের সামনে ঘোষণা দেন হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। সন্মেলন শেষে ফকির হেলাল এর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3686/feed 0
হবিগঞ্জে জেলার শ্রেষ্ঠ খামার ১ম স্থান পুরুষ্কার গ্রহন করেন শাহেদ বিন জাফর https://dailyalokithbangladeshnewstv.com/archives/3679 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3679#respond Thu, 16 Nov 2023 03:27:16 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3679 ফরজুন আক্তার মনি :-গত ১৪/১১/২০২৩ ইং রোজ মঙ্গলবার হবিগঞ্জ শিল্প কলা নিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন পরিচালিত জেলার ২০১৯-২০ অর্থ বছর খামার প্রতিষ্ঠা কারী ইমামদের নিয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার ইসলামিক ফাউণ্ডেশনে উপ-পরিচালক মোঃ মনিজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১ আসনের এমপি এড আবু জাহির, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পৌর মেয়র আতাউর রহমান সেলিম। আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা গণ ইসলাম ও মুসলমানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনার একপর্যায়ে নিরীহ ইমাম সমাজের ন্যায্য দাবি দাবা তুলে ধরে সরকারের নজরে দেয়ার জোর দাবী জানান। আর এ- দাবির পেক্ষিতে প্রধান অতিথি এমপি এড আবু জাহির বক্তব্যে জানান আগামী নির্বাচনে জয়ী হলে তা পূরণের চেষ্টার করব ইনশাআল্লাহ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমাম দের মধ্যে পুরুষ্কার হিসেবে ২১,৮০০ টাকার চেক ও সম্মাননা পদক হাতে তুলে দেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলার কাজী এম এম শাহেদ মিয়া জেলা শ্রেষ্ঠ খামার (কৃষিবীদ) প্রতিটাকারী হিসেবে প্রথম স্থান অর্জন করে পদক সম্মাননা ও পুরুষ্কারে ভূষিত হন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3679/feed 0
নবীগঞ্জে চাঁদার টাকায় উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস https://dailyalokithbangladeshnewstv.com/archives/3655 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3655#respond Sat, 04 Nov 2023 14:54:22 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3655 ফরজুন আক্তার মনি:- সমবায় গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ “প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যােগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে গতকাল শনিবার ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।নবীগঞ্জ উপজেলা সমবায় আওতাধীন বিভিন্ন সমিতি থেকে সমবায় অফিস নবীগঞ্জ কতৃক জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠান পরিচালনা করার তথ্য পাওয়া যায়। এ বিষয়ে সাতাইহাল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন জানান, ৫০০০/১০০০০ টাকা চাঁদা প্রদান করেন, সোনালী বাংলা বহুমুখী সমবায় সমিতি লিঃ জানান ২০০০/ টাকা চাঁদা প্রদান করেন, আনোয়ার খালি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ জানান, ৩০০০/ চাঁদা প্রদান করেন,এড়াবরাক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ৩০০০/ টাকা চাঁদা প্রদান করেন, মোস্তফাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, নবীগঞ্জ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০০০/ চাঁদা প্রদান করেন, এভাবে অসংখ্য সমবায় সমিতি চাঁদা প্রদান করেছেন এবং অনেকে চাঁদার ভয়ে অংশ গ্রহণ করেননি।যারা চাঁদা প্রদান করিতে পারবে না তাদেরকে দাওয়াত পৌছানো হয়নি এমন তথ্যও খুঁজে পাওয়া যায়।এমনকি মঞ্চ সাঁজানোর সময় সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকারের পকেটে চাঁদার টাকা ঢুকাতে দেখা যায় ও তার অফিস স্টাফ জনসম্মুখে চাঁদার টাকা নিতে দেখা যায়।এ বিষয়ে সমবায় কর্মকর্তার নিকট সত্যতা যাচাই করার জন্য ফোন করিলে, তিনি জানান আমাদের ১৬৪ টি সমিতি সবাই চাঁদা দেয়নি।যারা দিয়েছেন তাদের সহযোগিতায় দিবসটি পালন করেছি,অনুষ্ঠান বাবদ সরকারি বরাদ্দ খুবই কম আমাদের।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন হবিগঞ্জ -১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, বিশেষ অতিথির বক্তব্য দিয়েছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী সহ আর কয়েকজন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ তার বক্তব্যের এক পর্যায় জানান, প্রতিটি সমবায় সমিতি উপজেলা সমবায় অফিস কে কিছু সাপোর্ট করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করিবেন,বক্তব্যে তিনি জানান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাবী।মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম কে প্রিয় থেকে প্রিয় স্লোগান দিয়ে মুখরিত করেছেন সমবায় দিবসের আলোচনা সভার মঞ্চ।পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে সভা ত্যাগ করেন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3655/feed 0
নবীগঞ্জ পৌরসভা কতৃক মেধাবীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও শিক্ষার অগ্রযাত্রা স্মরণিকা ২০২৩ মোড়ক উন্মোচন https://dailyalokithbangladeshnewstv.com/archives/3642 https://dailyalokithbangladeshnewstv.com/archives/3642#respond Wed, 01 Nov 2023 14:31:22 +0000 https://dailyalokithbangladeshnewstv.com/?p=3642 ফরজুন আক্তার মনি, হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা কতৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার অগ্রযাত্রা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান স্মরণিকা ২০২৩ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।অনুষ্ঠান টি পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ জানান,আজকের অনুষ্ঠানের সভাপতি জননন্দিত মেয়র গণমানুষের নেতা আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী অসাধারণ স্বপ্ন পূরণ করে গণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি পৌর মেয়র হওয়ার পর থেকে পৌরসভার কোমলমতি মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা দিয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন।স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মাননা ও সংবর্ধনা,ভাষা দিবসে ভাষা শহীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়ে সম্মানের উচ্চ শিকরে স্থান করে নিয়েছেন।এটা নবীগঞ্জ বাসীর একটি বাড়তি পাওয়া।উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে কোমলমতি ছাত্রছাত্রীদের যুক্তিসংগত বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করেছেন এবং নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর বিভিন্ন কর্মকান্ড দিয়ে প্রশংসায় ভাসিয়েছেন।বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সহ বক্তারাও কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কে বিভিন্ন মহতি কাজের প্রশংসা করে স্বপ্নবাজ মেয়র উপাধিতে সম্বোধন করেছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বিশেষ অতিথির বক্তব্যে কোমলমতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য মনীষি ও বিখ্যাত গুণীজন দের উদাহরণ দিয়ে অনেক সুন্দর উপস্থাপনায় শিক্ষার্থীদের বুঝিয়েছেন এবং তারা যেন পড়াশোনায় অমনোযোগী না হয়ে পড়ে অভিভাবকদের ও শিশুদের মধ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীর প্রশংসা করে বক্তব্য শেষ করেন।সভাপতির বক্তব্যে পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী জানান, আমাদের নবীগঞ্জের প্রয়াত যত গুণীজন ছিলেন সবাই কে আমি সম্মান ও রীতিমতো শ্রদ্ধা জানানোর আপ্রাণ চেষ্টা করেছি।প্রতি বছর ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান উৎযাপিত করেছি।নবীগঞ্জ পৌর সভার নামে কোন বিদ্যালয় ছিল না।আমি নিজস্ব অর্থায়নে ও দানের মাধ্যমে ৪০ ডিসি মিল জায়গায় সংগ্রহ করে বিদ্যালয় স্থাপন করেছি।আশা করি পৌর সভার অসংখ্য শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবে এবং সুযোগ পেয়েছে অনেকে। আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আমরা সেই বিদ্যালয় কে কলেজে রুপান্তর করতে পারব।পৌর এলাকার ২৫ জন প্রতিবন্ধী কে উইল চেয়ার ২০৩ মেধাবী কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান ও ৯ জন কে সংবর্ধনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।উক্ত সভায় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার, কাউন্সিলর ও কর্মচারী কর্মকর্তা এবং পৌর এলাকার কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক বৃন্দ,সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশার লোকজন।

]]>
https://dailyalokithbangladeshnewstv.com/archives/3642/feed 0