স্টাফ রিপোর্টার:- আজ কবি সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনের সাবেক সিনিয়র কর্মকর্তা মরিয়ম শেলীর আজ শুভ জন্মদিন।দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক, ডেইলী মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি গত বছরের ন্যায় ৮ মার্চ এতিম শিশুদের কে গরমের সময় ব্যবহার যোগ্য জামা বিতরণ করেছেন।মনি তার প্রিয় ব্যক্তি মরিয়ম শেলী কে তার জীবনের শ্রেষ্ঠ গুরু হিসেবে মনে প্রাণে ধারণ করেছেন।ইদানীং সে শারীরিকভাবে একটু অসুস্থ হলেও তার প্রিয় মানুষকে স্মরণ করতে ভুলে যাননি।মনি জানান,তিনি আমার জীবনের শ্রেষ্ঠ গুরু,আমি বেঁচে থাকার একটি অংশ এবং ইতিহাস।আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে তাঁর প্রতি আমার সম্মান শ্রদ্ধা অটুট থাকবে এবং আমি তার দীর্ঘায়ু কামনা করি।তার কৃতিত্ব আমার জীবনে রাস্তায় থালা পেতে নেওয়া ভিক্ষুকদের মতো ওয়ান টাইম নয়,তা জীবনে অমর এক স্মৃতি।তাকে আমার প্রতিটি নিশ্বাসে ধারণ করে রেখেছি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি