নিজস্ব প্রতিবেদক :-কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের হবিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডেইলি মর্নিং গ্লোরীর জেলা প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি’র সঞ্চালনায় ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯.৩০ মিনিটে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মানবাধিকার দিবস কে সৃষ্টির অধিকার রক্ষা প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।
সেই সাথে উদাত্ত আহ্বান, এদেশের মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো যেনো বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকারকর্মী সৃষ্টি করার পদক্ষেপ গ্রহণ করে। এবং পথে থাকা মানুষের কথা, ক্ষুধার্ত মানুষের কথা, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবি রাখে।অজ্ঞাতনামা লাশ, হেফাজতে হেফাজতে মৃত্যু ও মব প্রতিরোধে কথা বলে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌঁছোতে জাগ্রত থাকে। নদী-নালা, খাল-বিল, জলাশয়, বনাঞ্চল, সমুদ্র, পাহাড় রক্ষায় গণমানুষকে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে, মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উক্ত সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি ও সাংবাদিক কাজী শাহেদ বিন জাফর,উজ্জ্বল বণিক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সোহাগ মিয়া,সাংবাদিক হাফসা তালুকদার সহ জেলাপর্যায়ের অনেক নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি