স্টাফ রিপোর্টার:-জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নির্বাচন কমিশনের সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ-নজরুল গ্রুপ) জকিগঞ্জ উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল ২টা ৩০ মিনিট থেকে ৪টা পর্যন্ত জকিগঞ্জ পৌর শহরের ভরণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ. এম. কামরুজ্জামান। নির্বাচনের মাধ্যমে ২৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। অথচ সেই নির্দেশনা উপেক্ষা করেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নিয়ে একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের শুরুতে যখন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি ও ক্লাস কার্যক্রম চলছে, তখন অনেক প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নির্বাচনী কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হয়। তাঁরা আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী কয়েকজনের বিরুদ্ধে পূর্বে শিক্ষা অফিসে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ শিক্ষক বলেন, “আইনি বাধা এবং বছরের এই গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যালয়ের চাপ বিবেচনায় নিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হলেও কিছু অতিউৎসাহী শিক্ষক তা মানেননি। তাই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করিনি।”
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল বারেক বলেন, “গতকাল আমি অফিসে ছিলাম না। নির্বাচনের বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “নির্বাচনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি, কেউ আমাদেরকে জানায়ওনি। আমি সামাজিক মাধ্যমে বারবার এ নিয়ে সতর্ক করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।”
সচেতন মহলের মতে, নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে এমন আয়োজন শিক্ষা খাতের শৃঙ্খলা নষ্ট করে এবং প্রশাসনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। তাঁরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি