স্টাফ রিপোর্টার :নবীগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ডিসেম্বর, মঙ্গলবার নবীগঞ্জ ডাকবাংলায় সাংবাদিকদের এই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের উদ্যোগে তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রকিব হাক্কানি। শোকের প্রতীক হিসেবে উপস্থিত সকলেই কালো ব্যাজ ধারণ করেন।
তফসিল অনুযায়ী সকাল ১১টায় ভোটগ্রহণের কথা থাকলেও সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং তা শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে। মোট ৪৮টি ভোটের মধ্যে ৪২টি ভোট গ্রহণ সম্পন্ন হয়।
ভোটের মাধ্যমে সভাপতি পদে মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম. এ. বাজিত ও সিনিয়র সাংবাদিক এস. আর. চৌধুরী সেলিম সমান সংখ্যক ২১টি করে ভোট পান। একইভাবে কোষাধ্যক্ষ পদেও সাংবাদি ক শাহরিয়ার আহমেদ শাওন ও সাগর মিয়া সমান সংখ্যক ২১টি করে ভোট লাভ করেন।
পরবর্তীতে পারস্পরিক সমঝোতা ও সিনিয়র সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ ভূমিকার মাধ্যমে উভয় পদে প্রার্থীদের ৬ মাস করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যা নবীগঞ্জ প্রেসক্লাবের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।
এছাড়া ৬টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থীর মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক জালালাবাদ নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মো. আলমগীর মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা প্রতিদিনের নবীগঞ্জ প্রতিনিধি জুয়েল আহমদ নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে ৮ জন নির্বাচিত হন। তারা হলেন—
গৌছুজ্জামান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, নিজামুল ইসলাম চৌধুরী, ফখরুল আহসান চৌধুরী, এম. এ. মুহিত, আনোয়ার হোসেন মিঠু, এম. মুজিবুর রহমান ও নাবেদ মিয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মো. ফজলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য অলিউর রহমান অলি।
নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।
এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, সদস্য নায়েব হোসাইন এবং দৈনিক অবজারভার-এর জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করেন।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ, সমবায় দল হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাহেল আহমদ, মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ, জামায়াতে ইসলামী নেতা সোহেল আহমদ, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, রুবেল মিয়া, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী, মহিলা সাংবাদিক ফরজুন আক্তার মনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি