মোঃ লোকমান হোসেন পনির,
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ঃ
ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজ সেবক, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী জাতীয় বীর, শহীদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় স্বরণসভায় বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সফল প্রতিমন্ত্রী জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিন যোগ্য উত্তরসূরী মেহের আফরোজ চুমকি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র এড. মো. জাহাঈীর আলম, নরসিংদীর পলাশ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. আনয়ারুল আশরাফ খান দিলিপ এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এড, আশরাফী মেহেদী হাসান, সদস্য ও কালীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খান কনক, অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস এম রবিন হোসেনসহ জেলা, মহানগর ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি