ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাবের আহমেদ চৌধুরী (নৌকা),জনগণ মনোনীত প্রার্থী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল (আনারস), স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের কায়েদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মোঃ শফিউল আলম (চশমা),হাফিজ মোঃ আইয়ূব আলী (অটোরিক্সা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।এখানে ২ জনই চেয়ারম্যান প্রার্থীর লড়াই হবে হাড্ডাহাড্ডি।
এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৭৫৬ জন। তন্মধ্যে পুরুষ ১০ হাজার ৯ জন ও মহিলা ৯ হাজার ৭৪৭ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকার হাট বাজার। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৫ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ।জনগণ মনোনীত প্রার্থী নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল আনারস শক্ত অবস্থানে ভোটের লড়াইয়ে বেশ জমে উঠেছে।তার সাথে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা শফিউল আলম লড়াইয়ে মেতে উঠেছেন।মুল লড়াই ২ জন প্রার্থীর মধ্যেই দেখা যাচ্ছে। সাধারন ভোটার মনে করছেন ভোটে শেষ পর্যন্ত জনগণ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল আনারসের লড়াই হবে বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী শফিউল আলমের চশমা প্রতীকের সাথে।তবে আলোচনায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের কায়েদের ঘোড়া প্রতীক।প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত।এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন চেয়ারম্যান মুকুল। তার সাথে তুমুল লড়াই হবে বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী শফিউল আলমের।ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন ভোটাররা।
২ জনের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দী ৫ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।ফলে ২ জন রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে।২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি