নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
ছোট বোন শেখ রেহানাকে নিয়ে স্বপ্নের পদ্মাসেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার ভোরে প্রমত্তা পদ্মার বুকে নির্মিত দেশের সর্ববৃহৎ সেতুটির ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে।
সরকারপ্রধান পদ্মা সেতুর কাজের বিভিন্ন অগ্রগতি ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ভোর সাড়ে ছয়টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে পদ্মাসেতুর উদ্দেশ্য রওনা দেন। সেতু পরিদর্শন শেষে সাড়ে ১১টার দিকে তিনি গণভবনে ফিরে আসেন।
এর আগে গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে হেলিকপ্টার থেকে স্বপ্নের পদ্মা সেতুর ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।
হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি