ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।হবিগঞ্জে গত ৩য় ধাপের ইউপি সাধারণ নির্বাচন ২৮/১১/২১ ইং তারিখ রোজ রবিবার হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা জানুয়ারি ২০২২ তারিখ রোজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করানাে হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, শেখ মহি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ, বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার, হবিগঞ্জ সদর এবং নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি