ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গজনাইপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ইমদাদুর রহমান মুকুল।অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হিসেবে ধারাবাহিকভাবে তিনি ৪র্থ বারের মতো সভাপতি নির্বাচিত হন।সভাপতি নির্বাচনের লক্ষ্যে গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের কার্যালয়ে সকাল ১০.০০ ঘটিকার সময় নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২১ এর প্রিজাইডিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ। উক্ত সভায় নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্য শাহ আলম ইউসুফ সভাপতি হিসেবে দাতা সদস্য এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এর নাম প্রস্তাব করলে উপস্থিত অন্যান্য সকল সদস্যবৃন্দ উক্ত প্রস্তাব সমর্থন করেন। এর প্রেক্ষিতে সভার সভাপতি ও প্রিজাইডিং অফিসার মোঃ আসাদ উল্লাহ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে ইমদাদুর রহমান মুকুল কে সর্বসস্মতিক্রমে নির্বাচিত বলে ঘোষনা করেন। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য জাহেদ আহমেদ চৌধুরী, দেওয়ান তোফাজ্জল চৌধুরী, মুহিবুর রহমান রুকুদ ও শাহ আলম ইউসুফ। দাতা সদস্য ইমদাদুর রহমান মুকুল। সংরক্ষিত মহিলা সদস্য শিরিয়া বেগম। সাধারণ শিক্ষক সদস্য শামছুল মিয়া, মোঃ রোকন মিয়া। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোতাহেরা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি