ষ্টাফ রিপোর্টার। মালদ্বীপের মাফুশি এলাকায় মোহাম্মদ মাস্তুম মিয়া (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ৩০ জানুয়ারি, দেশটির মাফুশি আইল্যান্ডে নিজের বাসায় তিনি এ ঘটনা ঘটান। মোহাম্মদ মাস্তুম মিয়া হবিগঞ্জ জেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
মাফুশি স্বাস্থ্য কেন্দ্রে থেকে জানানো হয়েছে মালদ্বীপের সময় বিকাল ৫টা ৪০ মিনিটে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে মৃত ব্যক্তিকে রুমের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৫টা ১৭ মিনিট নাগাদ। মাফুশি স্বাস্থ্য কেন্দ্রে আসার পর তার দেহে প্রাণের কোনো চিহ্ন ছিল না।
তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি