নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
বাংলাদেশকে বিগত ৫০ বছরে জাপান যে ঈর্ষণীয় সহযোগিতা করেছে তা আগামী ৫০ বছরের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু জাপানের সঙ্গে যুক্ত থাকতে বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ী বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগে রেকর্ড করা এক ভিডিও বার্তায় মঙ্গলবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপানি দূতাবাস যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
ভিডিও বক্তব্যে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা এবং ১০ ফেব্রুয়ারি ১৯৭২ সালে জাপানের স্বীকৃতির পর থেকে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ঢাকায় আবাসিক কূটনৈতিক মিশন খোলার জন্য প্রথম কয়েকটি দেশের মধ্যে জাপান ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের জনগণ আমাদের মুক্তিযুদ্ধের সময় জাপান এবং সে দেশের জনগণ, বিশেষ করে স্কুল-ছাত্রদের মূল্যবান সমর্থন ও অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।’
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি