নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
গ্যাস-বিদ্যুতের ভর্তুকি কমিয়ে আনার নির্দেশনা দিয়ে বকেয়া বিল আদায়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই এ নির্দেশ দেন।
সরকারি ও বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় নয় হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ছয় হাজার ৩৬৫ কোটি টাকা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি