নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়ার বুখারেস্টে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অ্যাসোসিয়েশন।
রোমানিয়ার বুখারেস্টে নেওয়া হচ্ছে হাদিসুরের মরদেহ
এদিকে পরিবার জানিয়েছে, হাদিসুরের মরদেহ দেশে আনতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে।
লাশ ফেরানোর জন্য সম্মতিপত্রের অপেক্ষায় ছিল পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (১১ মার্চ) সকালে সম্মতিপত্রটি পাঠাতে সক্ষম হয় হাদিসুরের পরিবার। মরদেহ ফেরানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পোল্যান্ড দূতাবাস।
ইউক্রেনের অলভিয়া বন্দরে গত ২ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হাদিসুর রহমান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি