নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
দেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য একটি সর্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও কর্তৃপক্ষ স্থাপনের আইন প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ স্কিমের আওতায় দেশের বয়স্ক জনগোষ্ঠী টেকসই আর্থিক সুরক্ষা পাবেন বলে জানান তিনি।
আজ বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের বয়স্কগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কীম প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সর্বজনীন পেনশন সংক্রান্ত একটি আইন প্রণয়ন ও ওই আইনের আওতায় একটি কর্তৃপক্ষ গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের গৃহীত ১৭টি মেগা প্রকল্পের বর্তমান অবস্থা ও অগ্রগতিও বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ২০২২ সালের শেষ নাগাদ এ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি