ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জ জেলাজুড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ -১৪২৯ কে বরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
হবিগঞ্জ জেলা শহরসহ জেলার নয়টি উপজেলায় পহেলা বৈশাখ-১৪২৯ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের কর্মসূচিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি,জেলা প্রশাসক ইশরাত জাহান,সহকারী কমিশনার তাসমিন জাহান,সাদিয়া আক্তার, শাহ জহুরুল হোসেন রাসেল, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীরা।
হবিগঞ্জ জেলার অন্তর্গত নয়টি উপজেলায় কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গল শোভাযাত্রা, সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুশল বিনিময়।
বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত তথ্য মতে মঙ্গল শোভাযাত্রায় শিশুসহ বিভিন্ন স্তরের মানুষদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি