ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।গতকাল ২৪ এপ্রিল, ২০২২ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী -২০২২ (জেলা পর্যায়) অনুষ্ঠিত হয়। ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও গণিত, বাংলাদেশ বিষয়াবলী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ—এই ৫টি বিষয়ে ৩টি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং অন্যান্য সুধীজন। এরপর তিনি নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি