সংবাদদাতা,নবীগঞ্জ ।। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে একটি দোকান ঘরে একদল দূর্বৃত্তের হামলায় উপর্যপুরি ছুরিঘাতে আপন দুই ভাই আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন জুয়েল মিয়া(২৮) ও জুবায়ের মিয়া(২৪)। তারা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর থানার পুলিশ ও ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। আহত জুয়েলের অবস্থা আশংকাজনক। স্থানীয় সূত্রে জানা যায়,বানিউন গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে লন্ডন প্রবাসী জায়দুুল ও জমাদুলের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সায়কুলের ও জমাদুলের পক্ষের লোক দের মধ্যেই সংঘর্ষ। তত বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিষয়টি মীমাংসার লক্ষে স্থানীয় মুরব্বিয়ানের উপস্থিতিতে সায়কুলের ইনাতগঞ্জ বাজারের বাসায় শালিস বৈঠক বসে। বৈঠকে ফরিদ ও জোবায়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সন্ধায় উভয় পক্ষকে নিয়ে স্থানীয় লোকজন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে বসেন। অনেক আলাপ আলোচনার পর আগামী মঙ্গলবার শালিস বৈঠকের দিন ধার্য করা হয়। উভয় পক্ষ যাতে দাঙ্গা হাঙ্গামায় না জরান ফাঁড়ির ইনচার্জ মোসলেম উদ্দিন লিখিত রাখেন। এরপর জুয়েল ও তার ভাই জোবায়ের ফাঁড়ি থেকে মটর সাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে ইনাতগঞ্জ বাজারে কয়েকজন দাঁড়ালো অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে দু ভাই জীবন বাঁচাতে ইনাতগঞ্জ বাজার ঝোমা ষ্টোরে আশ্রয় নেয়। হামলাকারীরা ঝোমা ষ্টোরে ডুকে তাদেরকে ছুরিকাঘাত করে বীর দর্পে চলে যায়। আহত জুয়েলের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এসআই মিজান জানান,এখনো মামলা হয়নি। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিনের কাছ থেকে জানতে চাইলে, তিনি জানান ঘটনা জগন্নাথ পুর থানার অধীনে, তাই ঘটনাটি জগন্নাথপুর থানা দেখবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি