নিজস্ব প্রতিবেদক ঃঃ – জাতির পিতা শেখ মুজিবুর রহমান চরিত্রে সিনেমা বের হওয়ার পর হাজার হাজার মানুষ দেখে কেঁদেছেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ফরজুন আক্তার মনি দেখে তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায়।গত ১৪/১০/২৩ খ্রিস্টাব্দ তার ফেইসবুক আইডিতে কষ্ট ঝেড়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্য কারাবরণ করে নানা অপবাদে ভাইরাল হয়েছেন এবং বাস্তব চিত্র তুলে ধরে ফেইসবুকে পোস্ট করেন। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় ও লোকাল পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন মিডিয়া তার বক্তব্য না নিয়ে স্বার্থন্বেশী সংবাদ মাধ্যমে তাকে সামাজিক ও মানসিক নির্যাতন করে কলঙ্কিত করেছে।তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলায় মানবাধিকার সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একটি অনলাইন পত্রিকা সম্পাদক ও প্রকাশক।তার গ্রামের বাড়ি নবীগঞ্জের ১১ নং গজনাইপুর ইউপির কায়স্থ গ্রাম। তার কষ্টে ভরা ফেইসবুক পোস্ট নিম্নে হুবহু তুলে ধরা হয়েছে –
ফরজুন আক্তার মনিঃ – আমি কখনও কোন সিনেমা দেখিনি।তাই কোন অভিনয় শিখে অভিনয় করার যোগ্যতা আমার মোটেই নেই।আজকাল দেখা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্র সিনেমা দেখে অনেকেই কেঁদে কেঁদে মিডিয়া ভাসিয়ে দিচ্ছেন।কিন্তু আমি কখনও মুজিব চরিত্র সিনেমা দেখিনি।ছোট বেলা থেকে শুধু হৃদয়ে ধারণ করেছিলাম।তাই মুজিব প্রেমে অন্ধ হয়ে ২০১৯ সালে তাঁকে অসম্মান ও কটুক্তির প্রতিবাদ করার দায়ে একটি মিথ্যে ষড়যন্ত্র মূলক মামলায় আইনজীবি ছাড়া আসামির অনুপস্থিতিতে হাইকোর্ট জামিন বাতিল হয়ে জেল হাজতে আটক থাকিয়া আমার জেল-জরিমানা হয়েছে।এমনকি সরকারি কিছু কর্মকর্তাগণও খতিয়ে না দেখে প্রভাবশালীদের প্রভাবে আমাকে দ্বিগুণ নির্যাতন কলমে করেছেন এবং যারা সাক্ষী দিয়েছে জাতির জনক কে অসম্মান ও কটুক্তিকারী,আমার মামলার আসামিও বটে,কিছু সাক্ষী আইনজীবী ছাড়াই স্বাধীন মত মনের আনন্দে সাক্ষী দিয়েছে কোন জেরা বা আর্গুমেন্টের প্রয়োজন হয়নি।যারা বঙ্গবন্ধুর মেয়ের হাত ধরে দলীয় ফায়দা ভোগ করছেন,তারাও ঐ সব লোকজন কে ছত্রছায়ায় লালন-পালন করে আমাকে নিপীড়িত করতে সহযোগিতা করেছেন।মিডিয়ায়ও স্বার্থের বিনিময়ে আমার বক্তব্য ছাড়া সামাজিক ও মানসিক নির্যাতন করে আমাকে কলঙ্কিত করেছে।আমার ফেইসবুক বাস্তবে তদন্ত করিলে অভিযোগের কোন সত্যতা পাওয়া যাবে না।শুধু পাওয়া যাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি ও অসম্মানের প্রতিবাদ।আজ সিনেমা দেখে চোখের জ্বলে মানুষ ভাইরাল।আর আমাকে ভাইরাল করা হয়েছে নানা অপবাদে কলঙ্কিত করে এবং বারবার খুন করার চেষ্টা চালিয়ে।আমি এতিম,তাই আমাকে পাখির মত হত্যা করা হলেও এদেশে নিশ্চয় বিচার হবে না।আমি আলালের ঘরের দুলাল নই,তাই চোখ দিয়ে পানি ঝরলে মুক্তা ঝরবে না।আমার সাথে যা হয়েছে,তা বাংলাদেশের এক কলঙ্কিত অধ্যায়।আমি অভিনেতা নই,তাই আমার চোখের জ্বলে মিডিয়া ডুবে যাবে না।কিন্তু কখনও কারো চামচামি করে একটি চকলেটও খাইনি।তবে নির্বাচনে অনেক কে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি।বিনিময়ে পেয়েছি প্রতারণা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি