ফরজুন আক্তার মনি:- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৫ নং আউশকান্দি ইউপির সৈয়দপুর প্রকাশ ওমরপুর গ্রামের মৃত জাফর আহমেদের পুত্র সাংবাদিক ও ছড়াকার আলহাজ্ব কাজী শাহেদ আহমেদ জাফর (৫২), বিরুদ্ধে সিলেটের ওসমানী নগর থানাধীন ১নং উমরপুর ইউপির সিকন্দরপুর গ্রামের মৃত মোঃ নাজাত মিয়ার পুত্র মোঃ শিফু মিয়া জমি সংক্রান্ত বিষয়ে গত ১৭/১০/২৩ খ্রিস্টাব্দ হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত নবীগঞ্জ ওসি ও সহকারী কমিশনার (ভূমি) নবীগঞ্জ কে তদন্ত প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন।যাহার সিআর মামলা নং ৭২৪/২৩।উক্ত তদন্ত প্রতিবেদন জানা যায় বিবাদীর মাতা নালিশা ভূমি ৮৫৫ নং ও ১৬৬০ নং খতিয়ানে ছায়েরা বিবি ও বিবাদী আর এস রেকর্ডীয় মালিক।বাদীর এস এ ৬৪৯ ও ৯৫০/১ নং খতিয়ানে এস এ ৪৯৫ ও ১১৬ নং দাগের মালিক।এতে প্রমাণ হয় মামলা মিথ্যে। গত ৩/১২/২৩ খ্রিস্টাব্দ বাদী নারাজি দাখিল করেন। দীর্ঘ শুনানিতে সার্বিক বিবেচনা মামলা নথিজতি করা হয়েছে।সাংবাদিক আলহাজ্ব কাজী শাহেদ আহমেদ জাফর জানান,একটি কুচক্রী মহল আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য মামলাতে আমাকে আসামি করে আমার ভূমির কাজ বন্ধ করার জন্য মামলা করা হয়েছে। আমি মাননীয় আদালতের প্রতি যথাযথ সম্মান রেখে আমি কাজ বন্ধ রেখে এবং কিছু স্বার্থন্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি