ইমাম জাবেদ মোল্লার মিথ্যা
বানোয়াট প্রতিবাদেরা প্রতিবাদ
নবীগঞ্জের করগাঁও মসজিদের ইমাম জামাত সহ বিভিন্ন দলের নেতা দাবিদার জাবেদ মোল্লার দখলদারত্বসহ নানা হয়রানি শারীরিক-মানসিক নির্যাতনের দৃশ্য বিগত দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালসহ সংগ্রহে রাখা। থানায় প্রথম অভিযোগের ভিত্তিতে সালিশ বিচারে তার অশালীন আচরণ ও গালিগালাজসহ নানা হুমকি ধামকি এবং আমার বাসার এক ইউনিট দখলের চেষ্টা কালে গোপনে আমার বাসার বিদ্যুৎ ব্যবহার করে রড কাটার বিষয়ও স্বীকার করেন এরই প্রেক্ষিতে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ ঘটনার পর থেকে জোর পূর্বক সীমানা ক্রস করে আমার পাশাপাশি জায়গা ক্রয় করে বাসা নির্মাণ করেন। সীমানার বাহিরে অবশিষ্ট জায়গা না থাকায় তার কামলা আমার বাসা ব্যবহার করে কাজ চালানোর কারণে আমার বাসার মারাত্মক ক্ষতি হয়। তার বিভিন্ন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে আমি আপত্তি প্রদান করিলে আমাকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ চালান জাবেদ মোল্লা। আমি লাইভ ভিডিওতে প্রবেশ করে তার আক্রমণ থেকে রক্ষা পেলেও আতঙ্কে বুকের ব্যথায় ভুগি। আমি নিরুপায় হয়ে থানায় আবারও অভিযোগ দায়ের করিলে থানা প্রশাসন সরজমিনে দেখতে আসেন। অবশেষে আবারও সালিসি বৈঠক বসে। বৈঠকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীসহ এলাকার স্থানীয় মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে আমার ক্ষয়ক্ষতি ও নির্যাতনের ভিডিও ফুটেজ সহ ডকুমেন্টস উপস্থাপন করি। উক্ত নির্যাতনের বিচার ও ক্ষয়ক্ষতি বিবেচনা না করে জাবেদ মোল্লার অবৈধ আবদার পূরণ করার দাবি জানালে আমি তা নাখোঁশ করে দেই। এতে তার নির্যাতন আরও তীব্রতর হয়ে উঠিলে নিরুপায় হয়ে নবীগঞ্জ পৌর প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করি। এতে হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় জাবেদ মোল্লা আমাকে চাঁদাবাজ সাজিয়ে তার মালামাল আটকে রেখেছি মর্মে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। আমি চাঁদাবাজি করিলে সালিশ বিচারে তার জরিমানা হয় কিভাবে? তার মালামাল আমার বাসায় কৌশলে প্রবেশ করিয়ে দখলের চেষ্টা চালালে তা বের করার জন্য বারবার তাগিদ দেওয়ার ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক প্রতিবাদে আমি ও আমার পরিবারের মানহানি বটে। এহেন সংবাদে আমার পূর্ব শক্রদের হাত রয়েছে বলে আমি মনে করি। বিগত দিনে দুর্নীতিবাজ ও নানা অপকর্মের হোতাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দাঁড়ালে আমাকে নানা অপবাদে সংবাদ প্রকাশসহ আমাকে তাদের অপরাধের পিছু হটার জন্য নবীগঞ্জ আইনশৃঙ্খলা মিটিংয়ে আমার নামে রেজুলেশন পাশ করেন। প্রকৃতপক্ষে তাদের রেজুলেশন অবৈধ ক্ষমতার অপব্যবহার ও সম্পূর্ন অন্যায় ভাবে করা রেজুলেশন আমার বিরুদ্ধে কাজে লাগাতে পারেনি।উল্টো তাদের অপকর্মের পতন হয়েছে।
তার এহেন অত্যাচারে পরিবেশ দুষণ সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাস্থ্যঝুকিসহ আমি মানবেতর জীবনযাপন করছি। তা ধামাচাপা দিতে তার পিছনে থাকা লোকজনসহ নানা কৌশল অবলম্বন করছে। আমি তার নোংরা মস্কিষ্কের প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
ফরজুন আক্তার মনি
ডেইলি মর্নিং গ্লোরী
হবিগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক
দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি