লাখাই প্রতিনিধি :হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ ঘটে। জানা যায়, কয়েকদিন আগে একই গ্রামের আলকাছ মিয়ার ১০–১২টি হাঁস চুরি হয়। এ ঘটনায় একই গ্রামের আলফাজ মিয়া জড়িত—এমন সন্দেহ থেকে প্রথমে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত ২৭ ডিসেম্বর ইউপি সদস্য তাউছ মিয়ার উদ্যোগে সালিশ বসানো হলেও সেখানেও উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি