স্কুল জীবন (ক্লাশ এইট)থেকেই লেখালেখির হাতেখড়ি। ৮০ দশক থেকে মনন স্মরণিকা, সাহিত্য স্মরণিকা,প্রত্যয়,প্রত্যাশা, প্রতিশ্রুতি, জনপ্রবাদ সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করে অদ্যবধি নতুন নতুন লেখক সৃষ্টির প্রয়াস চালিয়ে আসছেন। দেশের বিভিন্ন সামজিক সংস্থার সাথেও সংশ্লিষ্ট রয়েছেন । বর্তমানে তিনি সুনামখ্যাত সাহিত্য সংগঠন ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি।
১৯৯২ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই “মোহের নিস্তব্ধ মোহনা”। এর মধ্যে
“বানিয়াচঙ্গের শতজন” একটি অনন্য ও উল্লেখযোগ্য গ্রন্থ। অনেক গুণীজন চলে গিয়েছেন পরপারে, তাদের কীর্তি কর্ম আমরা ক’জনইবা জানি। হারিয়ে যাওয়া নানা কর্মের অবদান বাড়ি বাড়ি হেঁটে অনেক কষ্ট করে সিনিয়রদের সাহায্য নিয়ে ২০০২ সালে তিনি রচনা করেছিলেন, “বানিয়াচঙ্গের শতজন” । সময়ের ব্যবধানে এরই মধ্যে আরো অনেকই মারা গিয়েছেন, তাদেরকে নিয়ে “বানিয়াচঙ্গের শতজন-২”
গ্রামের কৃষ্টি কালচার ও গুণী মানুষকে ভালবেসে তিনি রচনা করেছেন বেশ কয়েটি গ্রন্থ। ইতিহাস, লোক সাহিত্য,মুক্তি যুদ্ধ নিয়েও লিখেছেন সমান তালে।
এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা সতেরটি।
– প্রকাশিত গ্রন্থঃ- (মোট সতেরটি) মোট ১৭ টি(একক,)
মোহের নিস্তব্ধ মোহনা (১৯৯২) বানিয়াচঙ্গের শতজন (২০০২) আলাল দুলালের কিচ্ছা ও প্রাসঙ্গিক আলোচনা (২০০৬) ভবানীর প্রেম কাহিনি (২০০৬) আয়েশের গল্প (২০০৬) দেওয়ান মাহবুবর রাজা (২০০৯)ঐতিহাসিক বানিয়াচঙ্গ ইতিহাস ও কিংবদন্তি (২০১২) ভালোবাসার বহিরাবরণ (২০১২) বানিয়াচঙ্গের নন্দিত জীবন (২০১৭) বানিয়াচঙ্গের মুক্তি যুদ্ধ ও মুক্তিযোদ্ধা (২০১৭)কাব্যে বানিয়াচঙ্গের ইতিহাস শতকবি ও কবিতা (২০১৭) আবুসাঈদ মোহাম্মদ আঃ হাই( রহঃ) জীবন ও কর্ম (২০১৮),দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী সাহিত্য ও মানস (২০২২) বি রায় চৌধুরীর জীবন ও কর্ম (২০২২)। রাফি স্পেলিং ১,২,৩। (২০২০) কুসংস্কারেরশত গল্প (২০২১)বানিয়াচঙ্গের শতজন -(২) (২২০২২)। শহীদ কিশোর মুক্তিযোদ্ধার সন্ধানে ২০২৩ ।
সংগ্রাহকঃ- বাংলা একাডেমি কর্তৃক লোকসংস্কৃতি জেলা সংগ্রাহক কাজের অভিজ্ঞতা।
সংকলন ও সম্পাদনা গ্রন্থঃ-
সম্পাদনাঃ- লিটল ম্যাগঃ- মনন (ধারাবাহিক) স্মরণিকা (ধারাবাহিক) প্রত্যয়,প্রত্যাশা, প্রতিশ্রুতি, জনপ্রবাদ (ধারাবাহিক)।
যৌথ সম্পাদনাঃ- নজরুল চিরঞ্জীব, রমজান আলী স্মারক, শায়েখ আব্দুল মন্নান রহঃ)।জনাব আলী কলেজ রজতজয়ন্তী স্মারক।
শিশুতোষ গ্রন্থঃ- আয়েশের অ,আ,ই আয়েশের সাধারণ জ্ঞান ১,২,৩, আয়েশের ধারাপাত ও আয়েশের অংক।
সম্মাননা পুরুস্কারঃ
হবিগঞ্জ শিশু একাডেমি কর্তৃক শিশুদের মৌসুমী প্রতিযোগীতায় দেওয়ালিকা বিষয়ে ১ম পুরুস্কার। (১৯৮৫)
বানিয়াচং কমিউনিটি স্কুল কর্তৃক শিশুশিক্ষা বিকাশে অনন্য অবদানের জন্য সন্মাননা (২০০৬)
স্বদেশ ফাউন্ডেশন কর্তৃক, শেরেবাংলা এ কে এম ফজলুল হক পদক। (২০১৫)
হবিগঞ্জ আলহেরা একাডেমি কর্তৃক, সন্মননা প্রদান (২০১৫)
রাগিব রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক, একুশের সম্মাননা ও পুরুস্কার/ (২০১৬)
বানিয়াচং রিপোটার্স ইউনিটি কর্তৃক, সন্মাননা প্রদান (২০১৭)।
মাছরাঙা টিভিতে রাঙ্গা সকাল অনুষ্ঠানে যেগদান (২০১৭)
এস টিভি কর্তৃক ডকুমেন্টারী প্রকাশ( ২০১৮)
বিভিন্ন পত্র পত্রিকায় তিনি এখনও নিয়মিত লিখছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি