জিনাত খান,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সম্মিলত নাগরিক আন্দোলনের উদ্যোগে এ বিক্ষোভ মমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি পিযুষ চক্রবর্তীর সভাপতি ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরী, রাকিব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান আওয়াল, সাবেক প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জেলা বাপার সাথারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি সামসুল হুদা প্রমুখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি