জিনাত খান : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে হবিগঞ্জে এ বছর প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বুধবার বেলা সাড়ে ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে অবহতিকরন সভায় এ তথ্য জানানো হয়।
অবহতিকরন সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা: মুখলেছুর রহমান, মেডিকেল অফিসার নিজাম উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা কলিম উদ্দিন শিকদার প্রমুখ। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাই মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্মদ্বীপ বিশ্বাস বলেন শিশুদেরকে প্রথম ৬ মাস মায়ের দুধ খাওয়াতে হবে। তার পর তাদের কে মায়ের দুধের পাশাপাশি শাক-সব্জি খাওয়াতে হবে। সারা বাংলাদেশের মধ্যে টিকা খাওয়ানোর দিক থেকে সবার নিচে। আমরা সেই অবস্থা থেকে ভালো করতে চাই।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি