মিষ্টি মূহুর্তের স্মৃতি
ফরজুন আক্তার মনি
হে গুরু তুমি শুধুই প্রেম নও
মোর রক্ত মাংস আত্মা হও,
যাহা বিহীন প্রাণীজগৎ মৃত,
সেই গহীন স্থানে মোর বসবাস।
সূর্য ছাড়া পৃথিবী যেমন আঁধার,
গুরুর সান্নিধ্যের স্নেহ ছাড়া জীবন অচল।
তোমার সন্তুষ্টির প্রত্যাশায়,
কতই আবোলতাবোল ভাবনা শুধুই কাঁদায়।
মোর চিত্ত মায়া জালে আটকা!
মানে না কোন শাসন বারন,
ঐ গন্ধ অপূর্ব স্মৃতি চোখে বহ্নি,
অজান্তেই অকারণে ঝরে বৃষ্টি।
তুমি বিহনে ফুপিয়ে উঠার দৃশ্য,
কাঁপিয়ে উঠে আকাশ-বাতাস সাগর।
কিন্তু অদৃশ্য সেই মানবগণ,
আপনজন সাজে সারাক্ষণ।
আয়নার সামনে খুবই লাজুক!
ওরা মোর কেউ না,ওরা লজ্জাবতীর পাতা,
তারা হাজারো শর্তে মোরে বেঁধে,
আরশির ফ্রেম হতে চায় জনসম্মুখে।
আমি আপন নীড়ে তোমার ছবি আঁকি,
ঐ মিষ্টি মূহুর্তের স্মৃতি বেশ ভাবি।
ঐ বন্দী জীবনে তোমার কৃতিত্ব
ইতিহাসের পাতায় শুধু তুমিই রচিত।
২৯,২,২৪ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি