বাক প্রতিবন্ধীর মুক্তি চাই
ফরজুন আক্তার মনি
“প্রবল উত্তাপে যতটুকু ঢালো অন্ধকারে
তার চেয়েও নীল আমি অহরহ দংশনে”।
ভাল নাহি বাসো তব পড়েছিল মহতী দৃষ্টি,
হৃদয় গহীনে হল ভালোবাসা সৃষ্টি।
নীতিতে বিচার করে দেখো একবার,
তুমি সফল নাকি আমি?
রাস্তাঘাট রেখে বন্ধ,করেছো মোরে অন্ধ,
কিন্তু মন এক মায়াবী পাখি
তাকে বন্দী রাখতে পারোনি!
নিজেকে অন্তরালে কাঁদালে মোরে,
তবে সারাক্ষণ থাকো হৃদয়ের চোখে।
নীতিতে বিচার করে দেখো একবার,
তুমি সফল নাকি আমি?
নিয়মিত গুরুর ভালমন্দ খোঁজা
হঠাৎ অপরাধী সাজা খুবই সোজা,
কিন্তু পাখিদের সঙ্গে মোর বন্ধুত্ব রাখা
তারা নিয়মিত পৌঁছায় হাল অবস্থা।
তুমি মোরে রেখেছো বাক প্রতিবন্ধী!
কিন্তু বাতাসের কানে কানে কথা বলি,
বাতাস মূহুর্তে নিয়ে আসে ধ্বনি।
নীতিতে বিচার করে দেখো একবার,
তুমি সফল নাকি আমি?
ভালোবাসা অমূল্য সম্পদ
হুমকিতে অপমানিত প্রকৃতির সুরে,
দেখেছি এক ভয়ংকর রুপে,
আমি সুখতাঁরার তৃপ্তিতে প্রস্তুত,
ধরণীতে রেখে যেতে চাই মমতার অমর সুখ।
মোর চিত্ত আটকাতে যদি ব্যর্থ হও,
বাক প্রতিবন্ধীর মুক্তি দাও।
ধরণী আপন সৌন্দর্যে শোভায় থাক দৃশ্য,
বিমোহিত হউক স্রষ্টার সৃষ্টি
বাতাসে স্বাদ গ্রহণ করুক,যত অভাগা মা বাবা,
আপন মহিমায় মুছুন অভাগার নীল
“সন্তুষ্ট করুন মহান রব”
১৩,৩,২৪ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি