ভাব দেখো আসিয়া
ফরজুন আক্তার মনি
জানেন! কপিরাইট হাট এখন সয়লাব,
বইয়ের মোড়ক উন্মোচনে খোঁজে জয়লাভ।
সাগর কখনও নদী রুপ করেনি ধারণ,
কিন্তু কপিরাইটে ছদ্মনাম হয়নি বারণ।
নদী কখনও খাল করেনি দাবি,
ছদ্মবেশীগণ বইয়ের মোড়কে ডামি,
কলম চোরের মাঠে তারা খুব দামী।
অনুসন্ধানে নানা কুকর্মের হোতা,
লিপস্টিক,গাল পালিশ মেখে ঢাকে কালা!
নিজের ঢোল নিজে বাজায় খুবই সোজা।
অবৈধ টাকায় পরে কাঁচা ফুলের মালা,
সামাজিক মাধ্যম হয় বরণের সাড়া।
ভবে ভাব দেখো আসিয়া!
গুণীদের উপেক্ষা করে গুণ দেয় ভাসাইয়া।
গুণীর কদর কেমনে বুঝবে নতুনেরা,
নকলের হাটে খাঁটি দিশেহারা।
ধরণীতে ছাঁকনা দেও পাঠাইয়া,
ঝেড়ে নেবো মোরা বিশুদ্ধ মিলাইয়া।
স্বচ্ছতার উদ্যানে পাহারাদার বসাইয়া,
দিবারাত্রি আসব মোরা মালি সাজিয়া।
১৯/০৪/২৪ খ্রিস্টাব্দ,লেখকের নাম রেখে কপি বা শেয়ার করতে বাঁধা নেই।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি