মা দিবসে উতলা প্রেম
ফরজুন আক্তার মনি
মোর গুরু জ্ঞানতাপস মৃগনয়না!
তাঁর প্রতিকৃতি দেখলে আখিঁ রয় আনমনা।
তাঁর সুর মমতায় যেন অনন্ত সুখ,
সামান্য ছুঁয়াতে নিরুদ্দেশ সব দুখ।
সৃষ্টির লীলাখেলা বুঝা বড় দায়
রক্তের বাঁধন যেন তাতে হেরে যায়।
যন্ত্রণায় ছটফট কালে তোমায় স্মরণে
হঠাৎ মন উড়ে যায় শান্তির ভুবনে।
মা বিহীন মমতাহীন দুঃখের ধরাতলে
প্রতি বছর মা দিবস হাজির শোক গেঁথে।
মহান দিবসে উল্লাস মোর বন্ধ
চক্ষু ভরা অশ্রুে ধরণী দেখি অন্ধ।
পৃথিবীর যত আড়ালে থাকা মা
অনন্ত শান্তিতে রেখো মোর খোদা।
হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভরা প্রেম
উড়ন্ত পাখির গলায় দিলাম প্রিয় দেশ।
খোদার শীতল প্রভাবে শান্ত রেখো মা বাবা
তোমার লীলাময় ধরায় এটাই চাওয়া।
মা দিবসে উতলে উঠা প্রেম লও হে কবিগুরু
সেই ধারণায় আজ দিনটি হল শুরু।
দাহনে পুড়া কাঁকরের অন্তর
অল্প হাওয়ায় খোঁজে এক শান্তির প্রহর।
সুখ দুঃখের হিসাব নিকাশ শেষে
মা দিবসের আন্তরিক শ্রদ্ধায় দিলাম ভেসে।
খোদার নিকট করজোড়ে জানাই ফরিয়াদ
দীর্ঘায়ুতে সুস্থতায় কাটুক রইল আশির্বাদ।
এই শহরে কষ্টের যানজটে আমি একা
মায়ের আত্মা দেখে গেলেও মেলেনি দেখা!
দূর আকাশের মাখামাখি বাতাসে
খোদার কৃপায় আছি বেশ সুখে।
মায়ের নাড়িছেঁড়া কষ্ট থাকে স্মরণে
মা দিবসে চুম্বন দিলাম দুটি চরণে।
১২/৫/২৪ খ্রিস্টাব্দ,অন্যের লেখা নিজের নামে চালানো অপরাধ, তাই শেয়ার করুন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি