হবে দৃষ্টিপাত
ফরজুন আক্তার মনি
বারবার খুন করিতে নষ্টদের থাকে না হুঁশ
এখন কেন মিটমাট করিতে হয়েছো বেহুশ?
ক্ষমতার অপব্যবহারে ছিল কতই স্মার্ট ভাষণ
মহান আল্লাহ জব্দ করেছেন শক্তির আসন।
অনৈতিক সুবিধা ভোগে রুপে বাঘিনী,
নিরীহ জনতার নিকট ছিল জঙ্গলের নাগিনী!
সমর্থনে ছিল প্রভাবশালী খদ্দের গণ
বাহ বাহ দিয়ে সুযোগ পেতেন মনোরঞ্জন।
ভাড়াটিয়া গুন্ডারা শাক দিয়ে মাছ ঢাকতো,
আঁচলের পানি দ্বারা আবদ্ধ রাখতো।
কালবৈশাখী ঝড়ে উড়াল পর্দা,
প্রভাবশালী খদ্দেররা হয়েছে উতলা।
অবৈধ কে বৈধ করে বামে রাখিতে নারী
উপরমহলে চলছে দৌড়াদৌড়ি।
যতই করো খদ্দের গণ বাড়াবাড়ি
স্বচ্ছ প্রদীপ জ্বলে উঠবে তাড়াতাড়ি।
অবৈধ টাকার পাহাড় তোদের করিতে জব্দ
স্বচ্ছতা প্রবাহিত হবে রাতদিন অব্দ।
অনৈতিক কর্মকান্ডের দৃশ্য হবে দৃষ্টিপাত,
উঁচু স্থানে মিলন জোট হবে নিপাত।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি