ফরজুন আক্তার মনি : নবীগঞ্জ সরকারি কলেজে
শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আমির হোসেন সহ ৩ জন।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাপু বেগম চৌধুরী ও অর্থ সম্পাদক পদে ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন মিয়া স্ব স্ব পদে মনোনয়ন পত্র ক্রয় করে প্রধান নির্বাচন কমিশনার সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ খালেকুজ্জামানের নিকট দাখিল করেন।এছাড়াও ৩ জুন তপশীলকৃত পদ সমূহে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।গতকাল ৪ জুন বিকাল ৩ টায় ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনের সার্বিক বিষয়ে অধ্যক্ষ, অধ্যাপক ফজলুর রহমান বলেন,নবীগঞ্জ কলেজের ইতিহাসে এবারেই প্রথম উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলে স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে অংশ গ্রহণ করতে পেরেছেন।
এছাড়াও যারা বিজয়ী হয়েছেন তারা সকল শিক্ষকদের নিয়ে কাজ করার পাশাপাশি ছাত্রদের নিয়েও কাজ করার আহ্বান জানান।নতুন শিক্ষক পরিষদ এসডিজি এর লক্ষ্য মাত্রা ‘মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. খালিকুজ্জামান সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা বেশ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের সমর্থন দিয়েছেন।প্রধান নির্বাচন কমিশনার মোঃ খালিকুজ্জামানের সহযোগী হিসেবে সদস্য হিসেবে ছিলেন প্রভাষক মোঃ মিছবাহ উদ্দিন ও মোঃ দুদু মিয়া।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি