টানা বৃষ্টিতে
ফরজুন আক্তার মনি
টানা বৃষ্টিতে ভাসছে দেশের প্রত্যন্ত অঞ্চল
শহরাঞ্চল জলাবদ্ধতায় নেই সচল।
কিশোরকিশোরী বৃদ্ধা শিশু ঘরবন্দী,
দিনরাত থামেনি টানা বৃষ্টি।
ঝড়ের প্রচন্ড বেগে উপরে যাচ্ছে অসংখ্য বৃক্ষ
ভেঙে যাচ্ছে অসংখ্য ঘর মধ্যবৃত্ত।
বড় লোক আরাম করছে ফুলের বিছানায়
অসহায় নিরীহের বন্যা হচ্ছে চোখের কিনারায়।
ক্ষুদার্তরা নিদ্রাহীন,ঘরে বৃষ্টির পানি মোছনে ব্যস্ত
জমিদারের ফোন তেজ জলে রাখে দৌড়।
হাট মাট রাস্তা নেই দেখি শুধু জল
বাচ্চাদের ক্রন্দনে দেহে নেই বল।
বেগম নারীর পেটব্যথা ফোনে ডাক্তার বাসায়
অবলা নারীর ফোন নেই মারা যায় রাস্তায়।
ভাড়াটিয়া বাসায় নানা সমস্যায় অস্থির
মালিক ঠান্ডায় মহানন্দে স্থির।
ফোনকলের শব্দও হয়নি কোনো সারা
নাম্বার কলিংয়ে কলিংয়ে শেষ হল বেলা।
সুখের রাজ্যে দুঃখের শব্দ
পৌঁছাতে পারেনি কেহ কোনো অব্দ।
সেই দুঃখে ভেসে উপলব্ধিতে কবি
রাতভর অভিজ্ঞতার ছবি আঁকি।
শুধু দেখি আর ভাবনায় ডুবি
রুপার মধ্যে সোনা,তার মধ্যে কাঁদা
সোনার হরিণে উড়তে উড়তে
সন্ধ্যা বেলা ডুবে যাবো মোরা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি