উত্তপ্ত আবু সাঈদ শহীদ
ফরজুন আক্তার মনি
রাজাকারের অভিনয় বাস্তবে দেখিনি
“২০২৪ সালের কোটা আন্দোলন দেখেছি”
বাঘকে ভোগ দিয়ে আড়ালে রাজাকার নাতি
উত্তপ্ত “আবু সাঈদ শহীদ”মা বাবার পেটে লাথি।
বরশিতে টোপ দিয়ে শিকারের বিশাল চেষ্টা
বেপরোয়ায় মাঠ কাঁপানো ঐ চক্রের ধান্দা
আবু সাঈদ নিয়ে চলছে নানা রকম খেলা।
বিদ্রোহী আবু সাঈদ বুক বেঁধে সম্মুখ সারিতে
“পাশে যদি থাকত কেউ না ঢলিত মৃত্যুর কোলে”
নানা নাটকের রঙঢঙ না পারিলাম বুঝিতে
এক শ্রেণীতে স্বার্থ বিশাল অজ্ঞ হলাম ভবেতে।
এমন চরিত্রে নাকি রাজাকার সাজে
“মায়েদের বুকে বোবা কষ্ট “মাঠে তারা হাসে
নিশিতে অজান্তে ভিন্ন ভিন্ন ষড়যন্ত্র পাকে।
ভুক্তভোগী দেশব্যাপী লাজ বিহীন চরিত্রে
দুর্ভিক্ষে অযত্নে নিপীড়নে নিরীহ জনতা বিপাকে।
ক্ষমতার যাঁতাকলে ভাঙচুর ভদ্র সমাজ
বিপাকে সম্পদ আত্মসাৎই তাদের স্বভাব।
আবু সাঈদ উত্তপ্ত তরুণের করুণ অপমৃত্যু
ব্রেনওয়াশে সরে দাঁড়ালেন নাটকের গুরু।
ভবিষ্যৎ আন্দোলন বিরাট চিন্তা মগ্ন
এমনই যদি হয় রাজাকারের ধর্ম।
২১/৭/২৪ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি