তোফাজ্জল মৃত্যুতে কেঁদেছে বিশ্ব
ফরজুন আক্তার মনি
আদিম যুগের বর্বরতা নব প্রজন্ম বাস্তবতা দেখেনি,
২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব্য মেধাবীদের নির্মমতা দেখেছি!
ভবঘুরে এতিম তোফাজ্জলেরও চেয়েছে মুক্তিপন!
জীবনের বিনিময় ব্যর্থতার পুরষ্কার নির্মম খুন!
আহারে জীবন তুমি নষ্টদের খোরাক!
“শিক্ষা প্রতিষ্ঠান পরিপূর্ণ থাকলেও মানুষের খুবই অভাব ”
তোফাজ্জলের মৃত্যুতে কেঁপে উঠছে “আকাশ-বাতাস”
কেঁদেছে বিশ্ব মানবতার প্রকৃত মানুষ।
এ লোমহর্ষক হত্যাকাণ্ডে মানবিকদের নেই কোনো হুশ
কারো খাবারে অরুচি কেউ হারাচ্ছে ঘুম,লেখনীর শক্তি।
এ মৃত্যু আদি যুগের বইয়ের মোড়ক উন্মোচিত
হয়তো চলছে ক্ষণিকের ত্রাসের রাজত্ব
দেশ যেনো স্বাধীনতা হারিয়ে পঙ্গুক্ত।
জীবনে কখনও এত অশ্রু ঝরেনি তার মতো
ভবঘুরে তোফাজ্জলের মৃত্যুতে কেঁদেছি যত।
শুধু আমি একাই নয় বিশ্বজুড়ে থমকে রই
অশ্রুের সাগরে ভেসে যেনো জান্নাতে রয়।
আকাশের পাদদেশে ভূমির উর্ধ্বে আমরা মানবেতর
নজিরবিহীন গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ
বাঁধাহীন কাজ চলমান এ যেন মবের মুল্লুক
জানমাল, ওলি-আউলিয়ার মাজারও অনিরাপদ।
বাঁচার আশায় অজস্র প্রাণের আহাকার
বাতাসে বিশ্বে হচ্ছে নিদারুণ ঘূর্ণিপাক।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি