বেয়াদবের নগর
– ফরজুন আক্তার মনি
“মাগো বহু সাধনায় তোমায় পাওয়া ”
কিন্তু তোমায় নিয়ে চলমান অজস্র টালবাহানা!
” তোমায় ভালোবাসার জনপদ প্রচুর ”
কিন্তু প্রতিবাদে কলঙ্ক,অপবাদে দোসর।
দখলে তোমায় আনতে ছিনিয়ে,
অসংখ্য তাজা প্রাণ দুষ্কৃতকারী নিয়েছে,
“রচিত”আশ্রয় প্রশ্রয়কারী ছিলো তোমারই বুকে,
তাই শত শত “বীরাঙ্গনা “ইতিহাসে।
বাদল দিনে শীতল মনে তোমার বুকে শুতে
ত্রিশ লক্ষ শহীদ লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত জেনে!
প্রায়ই রাতে স্মরণে চেতনাহীন,বাকহীন!
প্রতিবাদে থাকে শত বাঁধা আমি নারী!
“মা ছিনতাইকারীর” ফাঁদে বারবার হই কারাবন্দী।
তোমার রক্তাক্ত জখমী বুকে অসংখ্য বেয়াদবের জন্মা!
“ভক্তি শ্রদ্ধা” বংশগত সম্পূর্ণ অজানা ,
অসম্মান অপমানে মাথায় খুলেছে কারখানা।
নেশা জাতীয় দ্রব্যে ডুবে লাগামহীন,
মা বাবা, গুরুজন অপদস্ত বিরামহীন।
তোমার সম্মান রক্ষার্থে “গুণীদের রক্তে” সাগর,
আজ তাঁদের কে ধ্বংসে বেয়াদবের নগর,
ঘাপটি মেরে তিলে তিলে করলো বাসরঘর।
স্বযত্নে,স্বসম্মানে,বীরত্বে তোমায় অর্গল রাখতে,
তোমার সন্তানেরা জাগ্রত মঞ্চে বেআকুল দ্বন্দ্বে,
কুলাঙ্গারের নেই মা বাবা থাকে শুধু ঢংয়ে।
আমি নারী তারপরও দাঁড়িয়ে থাকি,
বিতাড়িত হয় যেনো হানাদার বাহিনী।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি