বিচারকের চোখে টিস্যু
ফরজুন আক্তার মনি
রাজদরবার লোভনীয় জমজমাট উত্থান
ক্ষমতার দাপটে মাঘের শীত হার মানায়,
রাজ্যে নেই নিয়ন্ত্রণের প্রতিকার বালাই,
স্বার্থের ধান্দায় মগ্ন হিরা মুক্তা লুকোচুরি।
রক্তমাখা বৃষ্টির শব্দে এলোমেলো মাথা,
ঘুম ভেঙে আকাশ মাঠে হতভম্বে তাকাই,
চিৎকার আর অশ্রুে রক্তের বন্যার শব্দ,
কৌশলীয় নাটকীয়তায় চিহ্ন মুছার ফিকির।
যদি বিচারিক পর্যায় পৌঁছায় কোনো ইস্যূ,
দিন-রাত উলটপালটে বিচারকের চোখে টিস্যু,
যেন আইন আদালত জনসম্মুখে ধর্ষিত।
নেশার কারখানায় উন্মাদের উত্থান,
উঁচুনিচু আগুন পানি সম্পূর্ণ অজানা,
এ যেন আয়নায় বর্বরতার আসল চেহারা।
১০/০১/২৬ খ্রিস্টাব্দ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি