ফরজুন আক্তার মনি,সম্পাদক ও প্রকাশক।।
ঢাকা -১৪ নির্বাচনী আসনের আওতাধীন মিরপুর ১নং বাসস্টেশন এবং শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের সামনে ‘করোনা প্রতিরোধক বুথ’ উদ্বোধন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন।
করোনা পরিস্থিতি বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ এ ২টি স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয় বলে জানা গেছে। এটিএম বুথের আদলে তৈরি এই বুথের মাধ্যমে দ্বিতীয় ব্যক্তির সহযোগিতা ছাড়াই জনসাধারণ ‘সেল্ফ হেল্প’ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবে এবং একইসাথে নিজের ব্যবহৃত মাস্ক ডিসপোজ করে সহজেই নতুন মাস্ক সংগ্রহ করা যাবে৷ সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই বুথে সেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।
জানতে চাইলে সাবিনা আকতার তুহিন দেশরিভিউ’কে বলেন, করোনা পরিস্থিতিতে মানুষের নিয়মিত হাত ধোয়া এবং মাস্ক পড়ার অভ্যাস গড়ে তোলার জন্যই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷ বর্তমানে দুইটি ‘করোনা প্রতিরোধক বুথ’
স্থাপন করা হলেও পর্যায়ক্রমে জনবহুল স্থানে আরও করোনা প্রতিরোধক বুথ স্থাপন করবো।
উদ্বোধনের পর শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে। (ছবি- দেশরিভিউ)
এদিকে উদ্বোধনের পর পরই স্থাপিত ২ টি বুথ থেকে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের অনেককেই বুথ থেকে মাস্ক সংগ্রহ করতে দেখা গেছে৷ বিনামূল্যে করোনা প্রতিরোধক বুথের সেবা পেয়ে নিম্ন আয়ের এসকল শ্রমজীবী মানুষরা অত্যন্ত খুশি হয়েছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি