নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
র্যাব মানবাধিকার লঙ্ঘন নয়, রক্ষাতেই সবসময় কাজ করে আসছে বলে জানিয়েছেন এলিট এ ফোর্সটির অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ।
তিনি বলেছেন, ‘র্যাব কখনো মানবাধিকার লঙ্ঘন করে না। সবসময় মানবাধিকার রক্ষা করে আসছে। মানুষের অধিকার রক্ষা করাই র্যাবের প্রধান দায়িত্ব। আমরাই (র্যাব) বড় মানবাধিকারকর্মী।’
মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ অভিযোগ তুলে র্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার প্রবেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন কর্নেল আজাদ।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, খুন, ধর্ষণ করে মাদক ব্যবসা চালায়, দেশ এবং জনগণের স্বার্থেই আমরা তাদের আইনের আওতায় এনে থাকি। অপরাধীকে আইনের আওতায় আনা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।’
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি