ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।
সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় প্রার্থীদের বাছাই এবং সম্ভাব্য মনোনীত প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। দলীয় সূত্রগুলো জানায়, সারাদেশে ৩০০টি আসনের মধ্যে এই পর্যন্ত বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট ১৯টি আসনের মধ্যে ১টিতে ঘোষণা করা হয়েছে লাঙ্গলের প্রার্থী। আগামীতে ওই সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে দলটির সভাপতি/সাধারণ সম্পাদক ও আহবায়ক/ সদস্য সচিবকে চিঠি দিয়ে ওই জেলার নির্দিষ্ট আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নাম জানিয়ে দিয়েছেন।
জাতীয় পার্টির প্যাডে লেখা চিঠিতে তিনি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে যেসব আসনে আগাম প্রার্থী ঘোষণা করা হয়েছে সেইসব এলাকায় জাতীয় পার্টির সকল স্তরের কমিটি গঠন, পুনর্গঠন ও বাতিলের ক্ষেত্রে দলের সম্ভাব্য প্রার্থীদের সুপারিশ গ্রহণ করার জন্য স্ব স্ব জেলা নেতৃবৃন্দকে নির্দেশনাও দিয়েছেন।
দলীয় সুত্রে জানা গেছে প্রায় কয়েক মাস আগে থেকে আগাম মনোনয়ন দেওয়ার শুরু হয়েছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু কে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে চিঠি ইস্যু করেছেন।
হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু জানান, আমাকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে মনোনীত করায়। আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ সর্বস্তরের নেতা-কর্মীদের কে কৃতজ্ঞতা জানাই।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি