নাজনীন নাবিলা, ঢাকা থেকে।। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পাচ্ছেন দেশবরেণ্য আবৃত্তি ও অভিনয়শিল্পী প্রয়াত গোলাম মুস্তাফাসহ ৫ গুণীজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন এবং পদক প্রদান করবেন।
এবারের এই আয়োজনে ২০২০ সালের জন্য গোলাম মুস্তাফাকে (মরণোত্তর) এ পদক প্রদান করা হবে। ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে এ পদক প্রদান করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি