ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উর্ধ্বগতিতে ছুটছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে মধ্যপ্রাচ্যের দেশ দুটির ‘ক্ষমতাশালী’ দুই যুবরাজ বাইডেনকে পাত্তা দিচ্ছেন না বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা বলেছে, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট বাইডেন সৌদি ক্রাউন প্রিন্স সালমান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ফোন করেছিলেন। তবে এই দুই যুবরাজের কেউই বাইডেনের ফোনকলে সাড়া দেননি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ক্রমবর্ধমান তেলের দাম কমানোর জন্যই চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বাইডেনের এই চেষ্টাকে সমর্থন দিতে নারাজ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ দুটি।
ইয়েমেন যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থনের অভাব এবং ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে পুনরুজ্জীবিত আলোচনার কারণে দুটি পারস্য উপসাগরীয় দেশের সাথে মার্কিন সম্পর্ক উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি