নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।
২০২২ সালে বিশ্বের সুখী দেশের তালিকায় ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের ১০১ থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৪ এ। শুক্রবার (১৮ মার্চ) জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ১৪৬টি দেশের নাম রয়েছে। ২০২২ সালে টানা পঞ্চমবারের মতো সবচেয়ে সুখী দেশ হিসেবে ১ম স্থানে ফিনল্যান্ড। আর সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী শীর্ষ ১০টি সুখী দেশ হচ্ছে- ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে ইসরায়েল ও নিউজিল্যান্ড।
সবচেয়ে সুখী দেশের তালিকায় ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম, যুক্তরাষ্ট্র ১৬তম, যুক্তরাজ্য ১৫তম, ফ্রান্স ২০তম ও নেপাল রয়েছে ৮৪তম স্থানে।
বিভিন্ন দেশের মানুষের মানসিক সুখের পাশাপাশি আর্থিক সচ্ছলতা ও সামাজিক তথ্যাদির ভিত্তিতে বার্ষিক এ প্রতিবেদনটি তৈরি হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি