নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।
বড় হয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার স্বপ্ন ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের। অদম্য মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়।
দুর্ঘটনার পর শুক্রবার (০১ এপ্রিল) রাতেই পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে মিমের মরদেহ।
সড়ক দুর্ঘটনায় অকালে মেয়েকে হারিয়ে শোকে মুহ্যমান মাইশার মা আছিমা বেগম ও বাবা নূর মোহাম্মদ। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন স্বজনরা। শোকাতুর যেন পরিবারসহ পুরো এলাকা।
রাজধানীর খিলক্ষেতে উড়ালসড়কে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মিম। ছুটির দিনে একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরার বাসা থেকে স্কুটি করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন তিনি। খিলক্ষেত উড়ালসড়ক দিয়ে ৩০০ ফুট যাওয়ার পথের ঢালে একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিম।
মাইশার মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়ি মৌচাকে স্কুলশিক্ষক, সহপাঠীসহ প্রতিবেশীরা ছুটে আসেন। শুক্রবার বিকেলে মিমের মরদেহ গ্রামের বাড়ি মৌচাকে আনার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই মেধাবী শিক্ষার্থীর মরদেহ।
নিহত মাইশা মমতাজ ছিল পরিবারের বড় মেয়ে। তিনি কালিয়াকৈরের মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হয়েছিলেন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি