নাজনীন নাবিলা, ঢাকা দক্ষিণ।।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি খারাপ হতে পারি আমাকে সরায় দেন, কিন্তু শেখ হাসিনাকে এই দেশের দরকার। তাই নারায়ণগঞ্জে নেত্রীর বিরুদ্ধে যারা গোপন মিটিং করছেন তাদের বলতে চাই, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আমরা খেলতে নামবো মাঠে। আপনারা ওই খেলার সামনে ৫ মিনিটও টিকবেন না। আর যদি মাথা গরম হয় তাহলে সময়ও বেশি পাবেন না।
লন্ডনের এক খুনি পার্লামেন্টে তাদের এক এমপির মাধ্যম দিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়। ভালো হয়েছে আমিও পার্লামেন্টেই জবাব দিবো। আমার শ্রমিক লীগের ভাইয়েরা আপনারা প্রস্তুত থাকুন। কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না তিনি বাংলাদেশের সম্পদ।
জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৯ এপ্রিল) নগরীর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত লা-ভিস্তা রেস্টুরেন্টে আয়োজিত এক ইফতার মাহফিলে শামীম ওসমান এসব কথা বলেন।
এ সময় শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে শুধু মাথা আর মাথা দেখা যেতে পারে, সমস্যাটা হচ্ছে এটা রমজান মাস। যারা আওয়ামী লীগ করেন, আবার দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন, তাহলে কতটুকু আপনি দল করেন সেই প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছে ছাড়তে চাই। এরকমই যদি হয় তাহলে তো আমার দৈনিক ১০টা মামলা করা উচিত, আমাকে যেই গালাগাল করে; তবে আমি করি না।
যারা আড়াইহাজার এর একজন নেতা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দরের আরও ২ জন নেতার সাথে আঁতাত করে শেখ হাসিনার নারায়ণগঞ্জকে অন্য কাউকে দিতে চাচ্ছেন তাদের বলতে চাই, আমরা কিন্তু জানি খেলতে। সমস্যাটা হচ্ছে বয়স হয়ে গেছে। আপনারা যদি আসলেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে থাকেন, তাহলে আমি আপনাদের কর্মী হয়ে কাজ করবো। আর যদি দলকে বিভক্ত করার চেষ্টা করা হয় তাহলে সরি, আপনারা পারবেন না, কারণ আমরা শিগগিরই মাঠে নামছি। আমরা প্রমাণ করবো জনগণের শক্তির সামনে কারও শক্তি টিকবে না।
তিনি বলেন, সামনে যে দুর্যোগটা আসবে নারায়ণগঞ্জ হবে তার ক্ষেত্র, কথাটা আমি দায়িত্ব নিয়েই বলছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন, মনে করে দেখেন ১৬ জুন ২০০১ সালে নারায়ণগঞ্জে বোমা হামলার মধ্য দিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়েছে। এখনও নারায়ণগঞ্জ থেকেই দেশকে অস্থিতিশীল করার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি