ফরজুন আক্তার মনি :- প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে।নানা বয়সী মানুষের ভিড় বইমেলায় ছুটিরদিন সহ মাসব্যাপিতে জমে উঠেছে।মেলা শেষদিকে হওয়ায় এদিন ছুটি উপলক্ষ্যে ছুটে এসেছেন অনেকেই। দুপুরের পর থেকে ভিড় বাড়ছে।বিকেল নাগাদ পুরো মেলা লোকে লোকারণ্য হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নিয়মিত সাংবাদিকদের উপস্থিতি ছিল বেশ ভালো।ভারতীয় লেখক ও কবিদের উপস্থিতি দেখা যায় এবং স্ফূর্তিতে বাঙালিদের বই ক্রয় করে তাদের মনের অনুভূতি প্রকাশ করেছেন।
রবিবার ও সোমবার,(২৫ ও ২৬ ফেব্রুয়ারি) দুপুরের পর মেলা ঘুরে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।রবিবার সন্ধ্যায় কবি,লেখক,অভিনেতা ও কন্ঠ শিল্পী দিলীপ গোমেজ ও তাঁর সহধর্মিণী অভিনেত্রী ও লেখিকা সারা গোমেজের ইন্টারভিউতে জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তাদের পূর্ব পুরুষের অনেক অবদান ও স্মৃতি জড়িয়ে আছে,সে তার বইয়ে অনুভূতি ও অবদান প্রকাশ করেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি