হে কিংবদন্তি সাদি মোহাম্মদ
ফরজুন আক্তার মনি
হে কিংবদন্তি জনপ্রিয় সাদি মোহাম্মদ
তুমি দেশ বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী ,
তুমি রাষ্ট্র ও সমাজের সম্পদ,
তোমায় আটকে রাখা ছিল মোদের দায়িত্ব।
তোমার গুণের বৈশিষ্ট্য নতুন প্রজন্মে অজানা,
অবশেষে আঁধারে হল জানা,
অভিমানের শোক টুকু বুকে হল গাঁথা।
এত অভিমানে হারিয়ে গেলে কতই ভক্ত রেখে,
যদি মোদের জানা হত চলে যাবে ছেড়ে,
মোর ছোট্ট জীবনে যত পাওয়া
চরণে দিতাম যেয়ে।
এতে যুক্ত ছিল হিরার আংটি সহ কত এ্যাওয়ার্ড,
দলিলমুলে করিতাম তোমায় প্রদান।
তুমি হারিয়ে যাওয়ার যত ক্ষয়
দেশে পূরণ হওয়া সম্ভাবনা কম।
দেশের গুণকীর্তন বিভাজনে আমি অচল,
অর্জন হয়নি অনুধাবনের শক্তি,
সবার প্রতিই রেখে দিলাম ভক্তি,
ওপারে খুবই ভালো থেকো
রেখে দিলাম অধমের উক্তি।
১৭/৩/২৪ ইং
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি