ক্ষমতা সব রুপেধনে
ফরজুন আক্তার মনি
“এ ধরণীতে মোর আগমন বহু বছর আগে”
তাঁর প্রতিটি ঢাল দেখেছি ঘুরে ঘুরে
অনুভূতি ও বাস্তবতায় নয়নে ভাসে
ক্ষমতা সম্পূর্ণ অবৈধ টাকা ও নষ্ট রুপে।
অসহায় নিরীহ জনগণের নিঃশ্বাসে বহু কষ্ট
আবার কারো হাসলে লাল কাঁদলে ঝরে মুক্তা!
এ যেনো আলাউদ্দীনের প্রথম পুত্র বা কন্যা।
অসংখ্য স্বার্থনেশ্বী সমাজের ভদ্রলোক পাহারাদার
চোখে অশ্রু না পেয়ে মুছে তাদের ময়লা!
সারাক্ষণ খোঁজে বেড়ায় ডাস্টবিনের কয়লা।
রূপহীন ধন বিহীন মুখে যার প্রতিবাদ
গায়েবি হামলা মামলায় মিটিয়ে দেয় স্বাদ।
নির্যাতন নিপীড়ন তাদের নিকট জনসেবা!
বাস্তবায়নে থাকে নষ্ট লোভী লুটতরাজ,
সাহসে কাগজ ব্যর্থ আয়নায় তাদের রুপ তোলা!
“জীবনের মায়ায় বন্দী এদেশের রুপকথা”
সাতরাজার ধন রুপে আর টাকায় বিলায় ইজ্জত।
মানবতা পিছনে সেলফি কপি ভাইরাল!
নকলের বাজারে খাঁটি সব আড়াল,
বিশুদ্ধ পণ্য বিক্রেতা করে তারা তাড়াল।
যাদের সঙ্গে ঘটে কখনও স্বার্থের গরমিল
তাদের বিরুদ্ধে কুৎসা ভাইরাল সামাজিক লিজ !
যেখানে অপরাধীর লেজ নেই আয়নায়
সেখানে মানবিক নেতা রুপে ভাইরাল!
“আহাম্মক সুশীলের মাথায় সত্যিই ভাইরাস ”
তাদের বোঝানো তখন মহা মুশকিল।
হিরা মুক্তা তাদের নিকট সৃষ্ট পিতল
বৃক্ষের ছায়ায় বেড়ে উঠা মাশরুম !
নকল চোখে দৃষ্টিতে ভাসে সোনা।
৭/৭/২৪ খ্রিস্টাব্দ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি