ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।
—————————————————————————————-
ঢাকা মহানগর দক্ষিণ ওয়ার্ড (৭৩)সবুজবাগ থানার দক্ষিণ গাঁওয়ের বিটিএমসি’র চীফ সিকিউরিটি অফিসার বিশিষ্ট সমাজসেবক ন্যায়পরায়ন ও ধর্মবীরু মোঃ শামসুল হক শিকদারের আগামীকাল ১ম মৃত্যু বার্ষিকী।তিঁনি মৃত্যুর আগে সবুজবাগ থানার বাসাবো দক্ষিণ গাঁওয়ে নিজ ভূমিতে জামিয়া আরাবিয়া দাশিমুল উলুম মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠা করেন।
পরিবারবর্গ মৃত্যু বার্ষিকী স্মরণ উপলক্ষে গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর নিকট তিঁনির আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ জানান। গত ২৫ জুলাই রোজ শনিবার ঢাকার সিএমএইচ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স অনুমান হয়েছিল ৭০ বছর।স্ত্রী,১ পুত্র সন্তান ও ৫ কন্যা সন্তান রেখে গেছেন।সব সন্তানরাই উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত।১ম কন্যা এড জাহানারা শিকদার রোজী,২য় কন্যা এড রওশনারা শিকদার ডেইজি,৩য় কন্যা শামীমআরা শিকদার জেইবীন ও লন্ডনে কর্মরত দুই কন্যা হোসনেআরা শিকদার আইরিন ইসমতআরা শিকদার নওরীন এবং স্ত্রী আনোয়ারা শিকদার লন্ডনে বসবাস রত দুই কন্যার সাথে অবস্থান করছেন।পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ শিকদার শাহীন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি